HanRongDa বা HRD 737 portable all band Radio’টা আজ দুপুর দু’টোয় হাতে পেলাম। এই প্রথম দেশীয় কোন অনলাইন শপ থেকে Global brand এর কোন পণ্য কিনলাম। সুবিধা হলো কোন শুল্ককর আমাকে বহণ করতে হলোনা। এটা মোট মূল্যের সাথে সংযুক্ত ছিল। আর পরিবহণ বাবদ যে টাকাটা চার্জ করেছে তা কুরিয়ার সার্ভিস চার্জ হিসেবে লাগবেই।
এই রেডিওটা কেনার তেমন কোন বিশেষ আগ্রহ এমনিতে ছিল না। শুধু ছিল নস্টালজিয়া। কেননা ১৯৯৯-২০০০ সালের দিকে আমারা রাজশাহীর বেতার প্রেমিকরা ঠিক এমন ধরণের একটা এ্যনালগ রিডআউট রেডিও ব্যবহার করতাম। পকেটে সব সময় থাকত সেই KCHIBO KK 808 মডেলের দারুন রেডিওটা। জাকির ভাইয়েরতো (এস.এম.জে হাবিব) সব সময়ের সঙ্গি ছিল রেডিওটা। আমারটা সর্বাধিক ব্যবহার জনিত কারনে নষ্ট হয়ে যাওয়ার পরও অনেকদিন জাকির ভাইয়েরটা চালু ছিল। তাই এই ডিজিটাল রিডআউট রেডিওটা অনকেদিন ধরেই কিনব ভাবছিলাম।