Public Radio of Armenia আর্মেনিয়ার সরকারি সম্প্রচার ব্যবস্থা যা ১৯২৬ সালে প্রতিষ্ঠিত হয়। Voice of Armenia আর্মেনিয়ার আর্ন্তজাতিক সম্প্রচার ব্যবস্থা। তিনটি জাতীয় চ্যানেল নিয়ে এটি দেশের সর্ববৃহৎ সম্প্রচার সংস্থা।
Voice of Yerevan থেকে Voice of Armenia
সেপ্টেম্বর ১, ১৯২৬ আর্মেনিয়া থেকে ২৫ মিনিটের পরীক্ষামূলক সম্প্রচারের মাধ্যমে প্রথম বেতার অঙ্গনে আত্মপ্রকাষ করে Voice of Yerevan। স্থানীয় লোকসঙ্গীত ও মাঝে মাঝে খবর নিয়ে চলতে থাকে Voice of Armenia এর পরীক্ষামূলক সম্প্রচার।
Armenian Republic Radio নিয়মিত প্রচার শুরু করে ১৫ জুন ১৯২৭ সালে। প্রথম দিকে ইয়ারাভান ও তার আশেপাশের কয়েকটি গ্রাম সম্প্রচারর আওতায় থাকলেও বছর শেষেই তা ২৫টি গ্রাম এর আওতায় আসে। ১৯৩০ সালের মধ্যে শ্রোতাসংখ্যা বেড়ে যায় অনেক বেশী। ১৯৪৭ সালে গান ও তথ্য প্রচারের জন্য চালু হয় দ্বিতীয় চ্যানেল।
সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা আর্মেনিয়ানদের জন্য অনুষ্ঠান প্রচারের ০৮ আগস্ট ১৯৪৭ সালে এক পরিকল্পনা থেকে ১০ আগস্ট ১৯৪৭ চালু হয়, শর্টওয়েভ সম্প্রচার। বাড়তে থাকে সম্প্রচার সময় ও সম্প্রচার এলাকা। একই সময় চালু হয় আর্ন্তজাতিক খবর প্রচার। ১৯৫৭ সালের মধ্যে Voice of Yerevan এর আওতায় আসে মধ্যপ্রাচ্য, নিকটপ্রাচ্য ও পশ্চিম ইউরোপীয় দেশগুলো।
আর্ন্তজাতিক বেতার হিসেবে Voice of Yerevan তার যাত্রা শুরু করে ১৯৬৭ সালে। প্রচার চলতে থাকে-
আর্মেনিয়ান, আরবী, আজারবাইজানী, ইংরেজি, ফার্সি, ফ্রেঞ্চ, জর্জিয়ান, জার্মান, রাশিয়ান, স্প্যানিস ও তুরকী ভাষায়।
Public Radio of Armenia, ইন্টারনেট পরিসেবা চালু করে ২০০৬ সালে, আর শর্টওয়েভ থেকে চীর বিদায় নেয় ২০১৫ সালে শেষ দিনে। বর্তমানে ১১টি ভাষার ওয়েবপোর্টাল এর মাধ্যমে ১১টি ভাষায় অনলাইন অনুষ্ঠান প্রচার করছে Public Radio of Armenia।
স্যাটেলাইট সম্প্রচার
অনলাইন ছাড়াও Public Radio of Armenia ইউরোপ ও আমেরিকায় স্যাটেলাইট সম্প্রচার ব্যবস্থায় শোনা যায়।
Voice of Armenia’র যোগাযোগ ঠিকানাRepublic of Armenia Yerevan 25, Alex Manoocian 5Armenia Tel. 00 37410 570970 Fax 00 37412 570007Email : General Info
English Website: Public Radio of Armenia . Online Program : RADIO
আরও রেডিও - এর ইতিহাস : রেডিও এস্তোনিয়া । রেডিও ভানুয়াতু