Radio Vanuatu

Radio Vanuatu, রিপাবলিক অফ ভানুয়াতুর বেতার পরিসেবা। Republic of Vanuatu পশ্চিম প্যাসিফিক এর ৮০টি দ্বীপ নিয়ে গঠিত একটি ত্রিভাষিক স্বাধীন দ্বীপরাষ্ট্র। রেডিও ভানুয়াতু হলো দেশটির একমাত্র সরকারী সম্প্রচার কেন্দ্রযা দেশটির জাতীয় সম্প্রচার সংস্থা VBTC দ্বারা পরিচালিত। 

Radio Vanuatu

রেডিও ভানুয়াতু’র জন্ম প্রথম বিশ্বযুদ্বকালীন সময়ে। তখন এটি রেডিও ভিলা নামে পরিচালিত হতো। ১৯৬৬ সালে মালাপোয়া পয়েন্টে নতুন ট্রান্সমিটার বসানো হলে রেডিও ভানুয়াতু শুরু পোর্ট ভিলা নয়, ছড়িযে পড়ে ভানুয়াতুর নানা প্রান্তে। ১৯৭৭ সালে এ বেতারের নাম পরিবর্তন করে দেশটির নতুন সাথে মিল রেখে Radio New Hebrides Broadcasting Service করা হয়।
১৯৮০ সালে দেশট ফ্রান্স ও যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করলে বেতার কেন্দ্রটি রেডিও ভানুয়াতু (Radio Vanuatu)নামে সম্প্রচার আরাম্ভ হরে। ২০১৬ সালের আগস্টে ধূমধামের সাথে বেতার কেন্দ্রটি পালন করে সম্প্রচারের সূবর্ণ জয়ন্তী। মূলত ১৯৬৬ সালের মালাপোয়া পয়েন্ট থেকে সম্প্রচার শুরুর দিন থেকে এ জয়ন্তীর হিসাব ধরা হয়। 
২০০৯ সালের ১৯শে আগস্ট VBTC, Paradise 98FM চালু করে। এটি এফএম পরিসেবার পাশাপাশি ইন্টানেটেও শোনা যায়।

রেডিও ভানুয়াতু’র প্রচার তরঙ্গ

প্রতিদিন রেডিও ভানুয়াতু’র অনুষ্ঠান মিডিয়াম ওয়েভ ও শর্টওয়েওয়েভ এ শোনা যায়। পাশাপাশি আছে অনলাইন ও এফএম পরিসেবা।  বিস্তারিত-
বেতার তরঙ্গ
মিডিয়াম ওয়েভ
১১২৫ কি.হা.
শর্টওয়েভ
৩৯৪৫ কি.হা. (রাত্রিকালীন পরিশেবা)
৭২৬০ কি.হা. (দিবাকালীন পরিশেবা)
 এফএম
১০০ মে.হা. (ভিলা ও ষান্ত এলাকার জন্য)
৯৮ মে.হা. (তান্না ও ষান্ত এলাকার জন্য)

রেডিও ভানুয়াতুর ওয়েব ঠিকানা হলো: Radio Vanuatu তবে ১৯ মে ২০১৯ থেকে ওয়েবসাইটে কোন হারনাগাদ করা হয়না। প্রকারন্তরে এটি ফেসবুক পেইজে সচল আছে। 
এ বেতারের কয়েকটি জনপ্রিয় অনুষ্ঠান হলো 

  • Vanuatu Laef (Life) Show
  • Gudmorning (Good Morning) Vanuatu
  • Tedai Sava


Readers' Choice