রেডিও জাপান এনএইচকে ওয়ার্ল্ড

রেডিও টোকিও থেকে  রেডিও জাপান এনএইচকে ওয়ার্ল্ড


এনএইচকে [日本語 放送 協会 (নিপ্পান হোসো কিওকাই)অর্থ জাপান ব্রডকাস্টিং কর্পোরেশন]'ল জাপানের একমাত্র সরকারী সম্প্রচার কর্পোরেশন। জাপানিরা তাদের নিজেদের দেশটাকে বলে নিপ্পন (Nippon) বা নিহন (Nihon) যার অর্থ সূর্য থেকে সৃষ্ট আর এশিয়ার পূর্বপ্রান্তের দেশ বলে আমরা জাপানকে বলি সূর্যোদয়ের দেশ, অর্থাৎ যে দেশে প্রথম সূর্য ওঠে।সম্প্রচারটি 1925 সালে উদ্বোধন করা হয়েছিল। কর্পোরেশনের জন্য অর্থায়নটি জাপানের টেলিভিশন দর্শকদের কাছ থেকে প্রাপ্ত ফি থেকে আসে।রেডিও জাপান এনএইচকে ওয়ার্ল্ড উদ্দেশ্য হ'ল রাজনীতি এবং বেসরকারী সংস্থাগুলির প্রভাব থেকে মুক্ত, নিরপেক্ষ সম্প্রচার সরবরাহ করা এবং শ্রোতা ও দর্শকের মতামতকে অগ্রাধিকার দেওয়া।

রেডিও টোকিও

Tokyo Broadcasting Station কে বলা হয় NHK এর অগ্রজ। কাউন্ট Gotō Shinpei এর নেতৃত্বে ১৯২৪ সালে ওসাকা ও নাগোয়ার সাথে Tokyo Broadcasting Station এর যাত্রা শুরু। রেডিও সম্প্রচার শুরু হয় ১৯২৫ সালে। জাপানে সরকারি উদ্যোগে এই তিন বেতারকে একত্রিত করে  সম্প্রচার ব্যবস্থার সূচনা ১৯২৬ সালের ৬ ই অগাস্ট তখন নাম ছিল রেডিও টোকিও। বিবিসির আদলে অনুষ্ঠান প্রচার শুরু হয়। এরপর বিধিবদ্ধ আইনের আওতায় ইংরেজি ও জাপানি ভাষায় রেডিও জাপান নামে SWএ যাত্রা শুরু হয় ১৯৩৫ সালের পয়লা জুন।
অবশ্য এর আগে ১৯৩১ সালে চালু হয় NHK'এর পরীক্ষামূলক SW দ্বিতীয় চ্যানেল আর ১৯৩৭ সালে এফএম সম্প্রচার শুরু হয়। ১৯৩০এর শেষের দিকে বর্হিবিশ্ব সম্প্রচার রেডিও টোকিও নামে প্রচারিত হলেও ১৯৪১ সালে তা সরকারিভাবে স্বীকৃত হয়। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের এবং দেশটি আমেরিকার দখলে চলে যাওয়ায় ছয় বছরের বেশি NHK'এর সম্প্রচার বন্ধ ছিল ১৯৫২ সালে পুনরায় এর যাত্রা শুরু হয়।

রেডিও জাপান বাংলা 

রেডিও জাপানে বাংলা সম্প্রচারের শুরু ১৯৬১ সালের তেসরা এপ্রিল। এখানে একটা মজার ঘটনা আছে। তখন পাকিস্তানি ভাষা হিসেবে উর্দু ভাষার অনুষ্ঠান প্রচার হতো। টোকিওতে অধ্যয়নরত শেখ আহমেদ জালাল নামে একজন পূর্ব পাকিস্তানি বাঙালি ছাত্র এ নিয়ে প্রথমে নিজেদের মধ্যে আলোচনা করলেন, বাংলা আর উর্দু দুটোই যখন পাকিস্তানের সরকারি ভাষা তখন উর্দুর পাশাপাশি বাংলায় অনুষ্ঠান নয় কেন? শেখ জালালের দরখাস্ত এক পর্যায়ে NHK কর্তৃপক্ষের হাতে পৌছালো। উর্দুর পাশাপাশি বাংলা ভাষাতেও ১৫(কিংবা ২০) মিনিটের অনুষ্ঠান প্রচারের সিদ্ধান্ত হলো। প্রথম ঘোষক বা পাঠক নির্বাচিত হলেন শেখ জালাল নিজেই। তারিখটি ছিল ১৯৬১ সালের তেসরা এপ্রিল। (এরপর দৈনিক আধ ঘন্টা এবং ১৯৯১ সালের জানুয়ারিতে কিছুদিনের জন্য অতিরিক্ত আধঘণ্টার প্রভাতী অধিবেশন চালু হয়েছিল। এখন প্রচারিত হচ্ছে ৪৫ মিনিটের অনুষ্ঠান)।
বর্তমানে NHK' এর রয়েছে একাধিক টিভি চ্যানেল (NHK World স্যাটেলাইট চ্যানেলে বাংলাদেশেও দেখা যায়) আর রেডিও জাপান নামে রেডিওর হোম সার্ভিস, FM আর SW রেডিও। শর্টওয়েভে রেডিও জাপান বাংলা, হিন্দি উর্দুসহ মোট ১৮ টি ভাষায় অনুষ্ঠান প্রচার করে থাকে। বাংলা অনুষ্ঠান শর্টওয়েভে বাংলাদেশে সন্ধ্যা ৭ টা থেকে ৭-৪৫ মি. এবং এফ এম ব্যান্ডে ৭ টি বিভাগীয় শহরে রাত ৯.০০ টা থেকে ৯.৪৫ পর্যন্ত শোনা যায়। জাপানে পরীক্ষামূলক TV সম্প্রচার শুরু হয়েছিল ১৯৫০ সালে।

রেডিও জাপানের ওয়েবসা্ঠইট ও যোগাযোগ ঠিকানা: রেডিও জাপান 

Readers' Choice