

এই রেডিওটা কেনার তেমন কোন বিশেষ আগ্রহ এমনিতে ছিল না। শুধু ছিল নস্টালজিয়া। কেননা ১৯৯৯-২০০০ সালের দিকে আমারা রাজশাহীর বেতার প্রেমিকরা ঠিক এমন ধরণের একটা এ্যনালগ রিডআউট রেডিও ব্যবহার করতাম। পকেটে সব সময় থাকত সেই KCHIBO KK 808 মডেলের দারুন রেডিওটা। জাকির ভাইয়েরতো (এস.এম.জে হাবিব) সব সময়ের সঙ্গি ছিল রেডিওটা। আমারটা সর্বাধিক ব্যবহার জনিত কারনে নষ্ট হয়ে যাওয়ার পরও অনেকদিন জাকির ভাইয়েরটা চালু ছিল। তাই এই ডিজিটাল রিডআউট রেডিওটা অনকেদিন ধরেই কিনব ভাবছিলাম।