Clandestine Radio : Radio Free Sarawak |
Clandestine Radio: Radio Free Sarawak
Radio Nyawa Sarawak বা রেডিও ফ্রি সারাওয়াক
এর জন্ম ২০১০ সালের ১৬ নভেম্বর। সারাওয়াকে জন্ম নেওয়া বৃটিশ সাংবাদিক ক্লেয়ার রিউক্যাসেল
ব্রাউন এর হাত ধরে এই বেতারের আবির্ভাব। সাথে ছিলেন ক্যটস এফএম এর সাবেক উপস্থাপক পিটার
জন জিবান। বর্ণিও দ্বীপের জনগণ ১৫,৪২০ কিলোহর্জে শুনতে থাকেন রেডিও ফ্রি সারাওয়াক এর
ইবান ও মালয় ভাষার দুই ঘন্টার অনুষ্ঠান। শুধু শর্টয়েভ নয় অনুষ্ঠান শোনা যেত পডকাস্টেও
ইউটিসি সময় ১১:০০ টা থেকে ১৩০০ পর্যন্ত।
সারওয়াক
মালয়েশিয়ার ১৩ টি রাজ্যের মধ্যে সারাওয়াক অন্যতম
বৃহৎ রাজ্য। এটি দেশটির উত্তর-পশ্চিমের বর্ণিও দ্বীপে অবস্থিত।। ১২ টি জেলা নিয়ে গঠিত
এই রাজ্যের মোট জনসংখ্যা ২,৮১০,০০০ (২০১৯)জন। বিভিন্ন নৃ-গোষ্ঠির আবাস এই সারাওকাক
রাজ্যে। এখানে প্রচলিত আছে আটটিরও বেশি উপভাষা।
জন্মকথা
আগেই বলেছি, Radio Nyawa Sarawak বা Radio
Free Sarawak এর জন্ম অনুসন্ধানমূল বৃটিশ সাংবাদিক ক্লেয়ার রিউক্যাসেল ব্রাউন মাধ্যমে।
বলা দরকার ক্লেয়ার রিউক্যাসেল ব্রাউন হলেন সাবেক বৃটিশ প্রধানমন্দ্রি গর্ডণ ব্রাউনের
শ্যালিকা। তিনি ২০০৫ সালে সারওয়াকে অনুষ্ঠিত পরিবেশ সম্মেলনে বক্তৃতা দিতে এসেছিলেন।
সে সময় স্থানিয় সাংবাদিকরা, মিস বাউনকে সারাওয়াকের বৃক্ষনিধন বিষয়ে আলোকপাত করার অনুরোধ
জানান। কিন্তু তিনি এই বিষয়ে কাজ শুরু করতেই তাকে কালো তালিকাভূক্ত করা হয় এবং হত্যার
হুমকি দেওয়া হয়।
দেশটির টপিক্যাল রেইনফরেস্ট রক্ষা ও রাজ্যের
সরকারের দূর্নিতী নিয়ে ২০১০ সালের ফেব্রুয়ারিতে মিস ব্রাউন “সারাওয়াক রিপোর্ট” নামে
বল্গ লেখা শুরু করেন। পাশাপশি তার অনুসন্ধানী প্রতিবেদনগুলো সারওয়াকের স্থানিয় গনগোষ্ঠিকে
জানানোর জন্য নভেম্বর ২০১০ সালে চালু করেন রেডিও ফ্রি সারাওয়াক। অবশ্য ফেব্রুয়ারি ২০১১’র
আগ পর্যন্ত কে এই বেতারের নেপথ্যে আছেন তা কেউ জানতেন না। কিস্তু সে সময় তাদের একজন
তথ্যদাতাকে হত্যা করা হলে রিউক্যাসেল ব্রাউন এবং পিটার জন জিবান সিদ্ধান্ত নেন সকলের
সামনে আসার।
Radio Nyawa Sarawak এর পথচলা
QSL : Radio_Free_Sarawak |
সকল চোরাগোপ্তা রেডিও’র মতো রেডিও ফ্রি সারাওয়াক
এর পথও ছিল বন্ধুর। মাঝে মধ্যেই বন্ধ করে দিতে হতো সম্প্রচার। এমনকি তাইব সরকার প্রায়ই
নিতে চাইতেন রিউক্যাসেল ব্রাউনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা। নিয়মিত ফ্রিকুয়েন্সি জ্যামতো
ছিল রেডিও ফ্রি সারাওয়াকের সবসময়।
দেশীয় সম্প্রচার আইনের পরিপন্থি কারন দেখিয়ে
৬ ফেব্রুয়ারি ২০১১, গ্রেফতার করা হয় রেডিও ফ্রি সারাওয়াক এর পতিনিধিদের। ৭ ফেব্রুয়ারি
তাদের ম্যাজিস্ট্রেট আদালতে হস্তান্তর করার কথা থাকলেও, স্থানিয় সরকার তা করা থেকে
বিরত থাকেন। ৯ এপ্রিল ২০১১ থেকে কোন এক অজানা কারনে বন্ধ থাকে অনলাইন পডকাস্ট। তবে
শর্টওয়েভ ১৭,৫৬০ কিলোহার্জে ইউটিসি ১০:০০ টা থেকে ১২:০০ পর্যন্ত ইবান ও মালয় ভাষায়
প্রচারিত হতে থাকে অনুষ্ঠান।
২০১৩ সালের ৩ মে, World Press Freedom Day
তে International Press Institute (IP) রেডিও ফ্রি সারাওয়াক-কে “Free Media
Pioneer” এওয়ার্ড দিয়ে সম্মানিত করে। তবে এই সম্মানের আনন্দ উপভোগ করতে না করতেই ৭
মে ২০১১ ঘোষণা করে Take a break বা সাময়িক বিরতি। কারন এসময় স্থানিয় সরকার নির্বাচনে
Radio Nyawa Sarawak একটি পক্ষের সমর্থণ দিয়ে যাচ্ছিল। নির্বাচন শেষে আগস্ট মাসের ১১
তারিখে আগের ফিকুয়েন্সি ১৫,৪২০ কিলোহার্জে, ইউটিসি ১১:০০ টা ১২:০০ পর্যন্ত।অনুষ্ঠান
প্রচারিত হতো সোম থেকে শনিবার।
১৭ নভেম্বর ২০১৪, ভীষণ জ্যামিংএর কারন দেখেয়ে,
Radio Nyawa Sarawak বন্ধ করে দেয় তার শর্টওয়েভ সম্প্রচার। চালু থাকে তাদের ওয়েবসাইট ভিত্তিক অন-লাইন পরিসেবা।
সম্প্রতি তাদের ওয়েবসাইট জানাচ্ছে, রেডিও ফ্রি
সারাওয়াক আবারও শর্টওয়েব পরিসেবা চালু করেছে। অনুষ্ঠান শোনা যাচ্ছে অলাইনের পাশাপশি
বেতার যন্ত্রেও।
ওয়েবসাইট তথ্য অনুযায়ি রেডিও ফ্রি সারাওয়াক সময়সুচী
Time (UTC)
|
Frequency (kHz)
|
Language
|
Day
|
10:00 – 11:00
|
11,890
|
Iban and Bahasa Malaysia
|
Monday, Wednesday and Friday
|
রেডিও ফ্রি সারাওয়াক এর অন্যান্য তথ্য
ট্রান্সমিটার অবস।তান : যুক্তরাজ্য
ওয়েবসাইট: রেডিও ফ্রি সারাওয়াক
ফেসবুক পেইজ: Radio Nyawa Sarawak
ফোন : +60135515219 ইমেইল: RNS Email
উল্লেখ করা দরকার, ফেসবুক আপডেট ও অন্যান্য
উৎস থেকে জানা যাচ্ছে যে, ১৬ মে ২০২০ থেকে রেডিও ফ্রি সারাওয়াক কোন অনুষ্ঠান প্রচার
করেনি বা ফেসবুক পোস্ট দেয়নি। ঘোষনায় বলা হয়েছে এটি সাময়িক বিরতি এবং ১ জুন ২০২০ থেকে
পূণরায় অনুষ্ঠান সম্প্রচার শুরু হবে। কিন্তু এই পেউজ হালনাগাদ করা পর্যন্ত রেডিওটি
কোন সম্প্রচার শুরু করেনি।
আরও রেডিও এর খবর:
Pirate Radio: Radio Sylvia | Radio City
| World Music Radio | Amphetamine Radio |