সৌদি আন্তর্জাতিক বেতার


সৌদি আন্তর্জাতিক বেতার


প্রতিটি শর্টওয়েভ বেতারই তার নিজ দেশের পরিচিতিসরকারের বিভিন্ন কর্মসূচি এবং নিজস্ব সংস্কৃতিকে বহির্বিশ্বে ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে অনুষ্ঠানমালা প্রচার করে থাকে।  জাতিসংঘ বেতারসহ অনেক বিদেশি বেতার কেন্দ্র বাংলা ভাষায় নিয়মিত অনুষ্ঠান প্রচার করছে। তন্মধ্যে বিবিসি, রেডিও তেহরান, সিআরআই, রেডিও জাপান,আশার বাণী প্রভৃতি বাংলাভাষী শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয়।

ইতিহাস

১৪০০ হিজরী১লা মহররম থেকে ইসলামের প্রাণকেন্দ্র সৌদি আরবের জেদ্দা থেকে সৌদি রেডিওর বাংলা অনুষ্ঠান প্রচারিত হয়ে আসছে। যার ঐকান্তিক উদ্যোগ আর অক্লান্ত প্রচেষ্টায় বাংলাভাষী শ্রোতাদের জন্য সৌদি রেডিওর বাংলা বিভাগের যাত্রা শুরু হয়, তিনি ছিলেন সেইসময় বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আব্দুল মালেক (মরহুম) প্রথমদিকে চারজন সুদক্ষ প্রযোজক আর উপস্থাপকের তত্ত্বাবধানে এই বেতারের পথচলা শুরু। পরবর্তীতে রদবদল হয় অনেক। যাদের নাম বিশেষভাবে উল্লেখ করা যায় তারা হলেন, মাওলানা কামরুদ্দিন জাফরী, মীর ফাইদুল ওয়াহাব রাইয়ান, . হাসান মঈন উদ্দিন. মাহমুদুল হাসান, জিল্লুর রহমান হাশেমী, খলিলুর রহমান, কবির আহমেদ, রাবেয়া আক্তার বেগম, সাঈদা আখতারমাকসুদা ফাতেমা প্রমূখ। বর্তমানে পরিচালক .এন.এম সিরাজুল ইসলাম সহঃ পরিচালক আখতারুজ্জামান অত্যন্ত দক্ষতার সঙ্গে বাংলা বিভাগ পরিচালনা করছেন। 
শ্রবণমানের তারতম্য হঠাৎ করে প্রচার সময় পরিবর্তনজনিত কারণে বেতারের শ্রোতা সংখ্যাও সময়ে সময়ে হ্রাস-বৃদ্ধি ঘটেছে। ৫০ মিনিট স্থিতিকাল নিয়ে কখনো বাংলাদেশ সময় রাত ১০টায় আবার কখনো বা রাত ৮টায় অনুষ্ঠান
প্রচার করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, কোন রকম আগাম ঘোষণা ব্যতিরেকেই বিগত ২০ রবিউল আউয়াল ১৪১৪ হিঃ (০৬ সেপ্টেম্বর '১৯৯) থেকে বাংলা অনুষ্ঠানের সম্প্রচার সময় পরিবর্তন করে বাংলাদেশ সময় রাত ১০টার স্থলে ৮টা করা হয়। প্রায় দু'মাস পর বেতার কর্তৃপক্ষ হাতে লেখা চিঠির মাধ্যমে নিয়মিত শ্রোতাদেরকে অবহিত করলে শ্রোতাবন্ধুরা পূণরায় বেতারে সম্পৃক্ত হয় এবং স্বাভাবিক সম্পর্ক পূণঃস্থাপিত হয়।
৯০এর দশকে ত্রৈমাসিক প্রশ্নোত্তর প্রতিযোগিতা চালু হয়ে তা কয়েক বছর পরই বন্ধ হয়ে যায়। প্রতিটি কুইজে ১০ জন করে বিজয়ী নির্ধারণ করে প্রত্যেককে ৪০০ সৌদি রিয়াল করে পুরস্কার দেয়া হতো। 
সুদীর্ঘ যাত্রাপথে বিগত ১৪২৮ হিজরীর ১ম দিন থেকে বাংলা বিভাগকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে ঢেলে সাজিয়ে মাসিক প্রশ্নোত্তর প্রতিযোগিতা চালু করা হয়। প্রথমদিকে তিন জনকে, পরে পরিমার্জন করে মাসে দু'জনকে (৫০০+৫০০) এক হাজার রিয়াল করে ৭ বছর মাস পুরস্কার প্রদান করা হয়।

সৌদি রেডিও এখন

নতুন আঙ্গিকে বাংলা বিভাগকে সাজানোর পর থেকে পূর্ণ খন্ডকালীন মিলে কর্মী আর প্রযোজকের সংখ্যা বেড়ে হয় চারগুণ এবং অনুষ্ঠান চলতে থাকে একটানা তিনঘন্টাব্যাপী। শ্রোতাদের দাবি পূরণার্থে স্থানীয় ডাকখরচে পত্র যোগাযোগের লক্ষ্যে ঢাকায় সৌদি রেডিওর পোস্ট বক্স খোলা হলেও তিন বছর না পেরুতেই তা বন্ধ করে দেয়া হয়। অন্যদিকে পুরনো প্রচার ভবনটি পরিত্যাগ করে বেতারের স্টুডিও স্থানান্তর করা হয়েছে আধুনিক ডিজিটাল সরঞ্জামে সজ্জিত নতুন এক সুদৃশ্য  ভবনে। 
এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য বাংলা বিভাগের অধিকাংশ প্রযোজক কর্মী ছাটাই করে শ্রোতা পরিবারকে হতাশার অন্ধকারে নিমজ্জিত করা হয়েছে। বর্তমানে শুধু পরিচালক সহকারী পরিচালক নানান প্রতিকুলতার মধ্য দিয়ে বাংলা বিভাগের কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। আলোচিত বেতারটি বিগত সময়ে সৌদি আরব রেডিও জেদ্দাকখনো রেডিও সৌদি আরব মক্কা মোকাররমা আবার কখনো বা রেডিও সৌদি আরব নামে প্রাতিষ্ঠানিক পরিচয় দিয়ে অনুষ্ঠান প্রচার করেছে। যদিও ১৪৩৫ হিজরীর শুরুর দিন থেকেই এটি সৌদি আন্তর্জাতিক বেতারে রূপ লাভ করে। 

উন্নয়ন

শ্রবণমানের দুর্বলতা থাকা স্বত্বেও ইসলামি জীবন ঘনিষ্ঠ অনুষ্ঠান এবং নির্ভুল নির্ভেজাল তথ্য প্রচারের ফলে শ্রোতাসংখ্যা বেড়ে গিয়েছিল ব্যাপকভাবে। শ্রোতা সংখ্যা আরও বৃদ্ধির লক্ষ্যে এবং ইসলামের নির্ভিক কন্ঠকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে যোগ করা হয়েছে 'সৌদি আন্তর্জাতিক বেতার' নামে এক আকর্ষণীয় ফেসবুক পেজ যার ঠিকানা facebook.com/radiosaudiarabia. পূর্ণাঙ্গ অনলাইন সেবা চালুর জন্যে বেতারের কারিগরী বিভাগ অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। 

সময়সূচী 

বর্তমানে বাংলাদেশ সময় প্রত্যহ দুপুর ৩টা থেকে ৬টা পর্যন্ত শর্টওয়েভ ১৯ মিটার ব্যান্ড ১৫১২০ কিঃহাঃএ সৌদি আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে।

যোগাযোগ 

অনুষ্ঠান বিষয়ে মতামত জানাতে কিংবা ইসলামের যেকোনো সমস্যার সমাধান জানতে যোগাযোগের সরাসরি ডাকঠিকানাঃ
পরিচালক, বিনিময়, Bengali Section, Saudi International Radio, Jeddah-21161, K. S. A. , Email: bn@sba.sa

লেখক পরিচিতি 

জনাব আব্দুল কুদ্দুস মাষ্টার বাংলােদেশের একজন অতি পরিচিত বেতার শ্রোতা। রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের একজন একনিস্ট ভক্ত হিসেবে তিনি আরভিএ’র প্রচার প্রসারে অনেক ভূমিকা রেখেছেন। ,আব্দুল কুদ্দুস মাষ্টার শাপলা শর্টওয়েভ শ্রোতা ক্লাব, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম এর প্রতিষ্ঠাতা পরিচালক।

লেখাটি Wave Surfers' Association, Bangladeshএর ত্রৈমাসিক DX-NET প্রকাশনার April-June 2019 (V-13, E-02) সংখ্যায় প্রকাশিত।

© Md Ashik Eqbal (S21TS), Rajshahi, Bagladesh (1994-2019), DX-NET

Readers' Choice