Thursday, June 4, 2020

আমার RK Super 9 Band Radio

RK Super 9 Band Radio
RK Super 9 Band Radio
আজকের রেডিও RK Super 9 Band Radio , মডেল RK 9803 মূলত একটি মাল্টিব্যান্ড রেডিও রিসিভার। ছোট এবং বহণ উপযোগি এই রেডিওটা আমি ২০১৮ সালের মে মাসে ককসবাজারে কিনেছিলাম। আসলে আমার প্রিয় KCHIBO KK393B রেডিওটা ভুলক্রমে ঢাকাতে রয়ে যাওয়ায় এটা কিনতে হয়েছিল। ‘এখনও মানুষ রেডিও কেনে’- দোকানদারদের এমন বক্রদৃষ্টির মাঝেও একটা দোকানে সৌভাগ্যবসত এই রেডিওটা পেয়ে যাই। খুব একটা পছন্দ না হলেও ১২০০ টাকা দিয়ে রেডিও ও আলাদা ২৫০ টাকা দিয়ে ব্যাটারি কিনেছিলাম। ব্যাটারি রেডিও’র সাথে থাকার কথা কিন্তু  বিক্রেতা অতিরিক্ত মুনাফা করার জন্য আলাদা ভাবে বিক্রি করেছেন। আর করবেনই বা না কেন, কে কেনে এখন রেডিও! মন খারাপ হলেও ব্যবহার করতে গিয়ে মনটা আনন্দে ভরে গিয়েছিল। এ্যনালগ রিড-আউট রেডিও হলেও মিটারস্কেলটা এত সুন্দর টিউনিং করা যেমনা চাচ্ছিলাম তেমনই টিউন হচ্ছিল।

RK Super 9 Band Radio with Music Player

RK Super 9 Band Radio Ashik
রেডিওটা আমার Tecsun R 909  রেডিও মতো সাইজের হলেও এটার পুরুত্ব অনেক বেশি। সেইসাথে এটা  আমার Rolton T50MKII  এর মতো বিশ্বের সব দেশে পূর্ণ  ফ্রিকুয়েন্সিতে ব্যবহার করা যাবে না। অর্থাৎ আফ্রিকা ও আমেরিকায় এফএম ও মিডিয়াম ওয়েভের সমস্ত ফ্রিকুয়েন্সি কভারেজ নেই এই রেডিও’র। ধারাবাহিক ভাবে এই RK 9803 রেডিও’র বিভিন্ন দিক আলোচনা করা হলো।

নাম ও মডেল

  • নাম:     RK Super 9 Band Radio with USB/TF Music Player
  • ধরণ:    9 Band portable palm top radio
  • মডেল: RK 9803

রেডিও’র বিভিন্ন অংশ

যেহেতু এটা শুথু রেডিও নয় USB/TF Music Playerও তাই এর বোতাম ও নবের সংখ্যা একটু বেশি।তাই প্রথমেই দেখে নেওয়া যাক এই অংশগুলো।  
Control Layout
  1. স্পিকার
  2. ডায়াল স্কেল
  3. ফ্রিকুয়েন্সি পয়েন্টার
  4. ব্যান্ড সুইচ
  5. টেলিস্কোপিক এন্টিনা
  6. আগের/গান শোনার (USB/TF Music Player এর জন্য) বোতাম
  7. গান চালানো / থামিয়ে রাখার বোতাম (USB/TF Music Player এর জন্য)
  8. পরের গান শোনার (USB/TF Music Player এর জন্য) বোতাম
  9. হেডফোন জ্যাক
  10. USB/SD সচল থাকার আলো
  11. TF/ মেমোরি কার্ড সকেট
  12. USB/ পেনড্রাইভ লাগানোর সকেট
  13. অফ-USB-রেডিও বোতাম (Function Switch)
  14. ব্যাটারি রাখার জায়গা (দুই ধরণের  AAA ও রিচার্জেবল)
  15. টিউনিং নব
  16. ভলিওম নব
  17. চার্জ লাইট
  18. ডিসি পাওয়ার সকেট

ফ্রিকুয়েন্সি কভারেজ

RK Super 9 Band Radio টা মোট ৯টা ব্যান্ডে ভাগ করা। তাই একে নাইন ব্যান্ড রিসিভারও বলা হয়। নিচের তালিকায় এর পূর্ণচিত্র  তুলে ধরা হলো-

ব্যান্ড সুইচ
ফ্রিকুয়েন্সি
এফ.এম (FM)
৮৭.০ মে.হা. থেকে ১০৮.০ মেগাহার্জ
মিডিয়াম ওয়েভ  (MW)
৫২৫ কি.হা. থেকে ১৬১০ কি,হা
শর্টওয়েভ ১ (SW1)
.৭৫ মে.হা. থেকে .০ মে.হা.
শর্টওয়েভ ২ (SW2)
৫.০ মে.হা. থেকে ৬.৪০ মে.হা.
শর্টওয়েভ ৩ (SW3)
৬.০ মে.হা. থেকে ৭.০ মে.হা.
শর্টওয়েভ ৪ (SW4)
১১.৬0 মে.হা. থেকে ১২.২০ মে.হা.
শর্টওয়েভ ৫ (SW5)
.০ মে.হা. থেকে ১.২০ মে.হা.
শর্টওয়েভ ৬ (SW6)
১৭.১০ মে.হা. থেকে ১৮.00 মে.হা.
শর্টওয়েভ ৭ (SW7)
২১.২0 মে.হা. থেকে ২.০০ মে.হা.

আকার ও ওজন

রেডিওটা ছোট এবং পের্টেবল, তাই এর আকার ও বেশ ছোট।
  • আকার: ১৩০ x ৮০ x  ৩০ এমএম)  [প্রস্থ, উচ্চতা ও পুরুত্ব]
  • ওজন: ২৫৯ গ্রাম
  • তাপমাত্রা সহনশীলতা: -৫ ডিগ্রী থেকে ৪০ ডিগ্রী


সেনসিটিভিটি

RK 9803 রেডিওটা এ্যনালগ রিড-আউট হলেও এর সেনসিটিভিটি বেশ ভাল।
  • এফএম এ: <5 uV
  • মিডিয়াম ওয়েভে: <1 mV/m
  • শর্টওয়েভে : <50 uV


পাওয়ার ও ব্যাটারি
RK Super 9 Band Radio power

  • আউটপুট :  ৩ ওয়াট
  • ইনপুট ভোল্টেজ : ডিসি ৫.০ ভোল্ট (১ এ্যমপিয়ার)
  • কার্যকর ভোল্টেজ : ডিসি ৩.৭ ভোল্ট/ ৮০০ mA লিথিয়াম ব্যাটারি
  • ব্যাটারি : UM-3 ব্যাটারি তিনটে
  • চার্জিং ভোল্টেজ: ডিসি ৫.০ ভোল্ট/ ৫০০ মিলি-অ্যাম্পিয়ার

মিউজিক প্লেয়ার

RK Super 9 Band Radio Music
গান শোনার বিভিন্ন বোতাম
শুরুতেই বলেছি, এটি শুধু রেডিও নয় এটাতে পেন-ড্রাইভ, মেমোরি কার্ড থেকে শোনা যাবে MP3 গানও। গান শোনার জন্য নির্দিষ্ট সকেটে পেন-ড্রাইভ বা  মেমোরি কার্ড ঢোকানোর পর ফাংশান সুইচটা (কন্ট্রোল লে-আউট ১৩ নং সুউচ, উপরের ছবির একদম ডানদিকের বোতাম) মাঝখানে Music  এ রাখতে হবে। সংক্রিয়ভাবে মিউজিক প্লেয়ার গান খুঁজে পাবে। গান শোনার জন্য প্লে বোতাম (৭ নম্বর বোতাম) চাপতে হবে। মনে রাখা দরকার পেন-ড্রাইভ বা  মেমোরি কার্ড একসঙ্গে লাগাবেন না।

এমার্জেন্সি লাইট

লে-আউটে দেখানো হয়নি, কিন্তু এই রেডিও’র সাথে যুক্ত আছে অতি উজ্জ্বল লেড লাইট, যা রাতে টর্চ লাইট হিসাবে ব্যবহার করা যাবে। মিউজিক প্লেয়ার অংশের ছবির সবথেকে বাম দিকের বোতামটাই এই লাইটের অন/অফ সুইচ

দাম কত

RK 9803 এর দাম খুব কম। রেডিও বিক্রি হয় এমন দোকানে এটা সহজেই পাওয়া যাবে। তবে এলাকা ভেদে এর দাম বিভিন্ন হয়। এমনকি অন-লাইনের বিভিন্ন স্টলেও পাওয়া যাচ্ছে এই রেডিও। তবে দামের কম বেশী লক্ষ্য করা যায়। যেমন দারাজে ৯৯৯ থেকে ১২০০ টাকা আর এনফিল্ড বিডি তে ৯০০ থেকে ১২০০ টাকা। 

খারাপ দিক

মাল্টি ফাংশান এই রেডিওটার খারাপ দিক হলো এর টিউনিক নব। একটি প্রিনিয়ামের (দেশীয় মেকারদের ভাষায় পাতি টিউনার) সাথে কর্ড-এর সহায়তায় টিউনিক ইন্ডকেটর লাগানো। যা ফ্রিকুয়েন্সি টিউনারের সাথে যুক্ত থেকে বেতার কেন্দ্রের ফ্রিকুয়েন্সি টিউন করে। এটি খুব তাড়াতাড়ি ক্ষয়ে যায় ফলে ষ্টেশন টিউন করতে সমস্যা হয়। আর একটা সমস্যা লিথিয়াম ব্যাটারি। আমরা অনেকেই নোকিয়া মোবাইলের (বোতাম মোবাইল) ব্যাটারি চিনি। এটা ঠিক তেমনই একটা ব্যাটারি, যা সময়ের ব্যবধানে তার কার্যক্ষমতা হারিয়েছে। তাই এই রেডিও ব্যবহার করলে লিথিয়াম ব্যাটরির পরিবর্তে বিকল্প তিনটি ব্যাটারি ব্যবহার করলে ভাল ফল পাওয়া যাবে। 
আমার আরও রেডিও রিভিউ : Tecsun R 909 | Rolton T50MKII | DENGEN DE 13

Readers' Choice