Tuesday, June 6, 2023

দ্বীপালীর সাথে অভিসার ও একটা রোমান্টিক কবিতা

দ্বীপালীর সাথে অভিসার 

১৯৯১ সালের ফেব্রুয়ারিতে দ্বীপালীর সাথে অভিসার নিয়ে একটা রোমান্টিক কবিতা লিখেছিলাম। কলেজের এবং স্থানীয় এক লিটিল ম্যাগাজিনে তা প্রকাশও পেয়েছিল। জীবনের ঔ পর্বটার রোমাঞ্চই অন্যরকম। নানা কারনে কবিতা ও তার সাঙ্গপাঙ্গ, সবাইকে হারিয়ে ফেলেছি। আজকে হঠাৎ খেয়াল করলাম Google এর AI platform ‘Bard’-এ ঢুকতে পেরেছি। মানে গুগোল বার্ড বাংলাদেশের জন্য উন্মুক্ত করা হয়েছে। কী করা যায়, ভাবনাটা মাথায় আসতেই দ্বীপালীর কথা মনে পড়লো। AI তে আমি একদম নবিশ, abcd জ্ঞানও নেই। তবুও সাহস করে গুগোল বার্ড ও চ্যাট জিপিটিকে গল্পটা শোনালাম। দু’জনেই লিখে দিল আমার যেমন - তেমন কবিতার দূর্দান্ত ইংরেজি সংস্করণ। বাংলা করতেও বলেছিলাম, কিন্তু বাংলার ছিরি দেখে হাতজোড় করে ক্ষমা চেয়েছি। AI কে বোঝানোরও হয়ত কিছু নিয়ম-কানুন আছে, যা আমার অজানা।

Readers' Choice