Sunday, November 12, 2006

DX Tour আমরা ক'জন ডি-এক্সার


DX Tour
DX Tour আমরা ক'জন ডি-এক্সার কোন সাধারণ ভ্রমণ ছিলনা। গত 10ই নভেম্বর 2006 আমরা ক'জন ডি-এক্সার দৈনন্দিন রুটিন কাজ ফেলে বেড়িয়ে পড়েছিলাম এক রোমাঞ্চকর ভ্রমনে। আজিজুল আলাম আল আমিন (সুনাম) এর প্রস্তাবে একমত হয়ে আমরা অভিযান চালিয়েছিলাম, চাঁপাই নবাবগঞ্জের জনাব আব্দুস সামাদ মাস্টার ও নাচোলের আব্দুল মান্নান মাস্টারের বাসভবনে। 

Readers' Choice