Radio Ukraine International

বেতার পরিচিতি : Radio Ukraine International

Radio Ukraine International
Radio Ukraine International
ইউক্রেনের জাতীয় সমপ্রচার সেবা Radio Ukraine International। এটি National Radio Company of Ukraine (NRCU) এর অংশ হিসেবে  ইউক্রেনের কন্ঠস্বর হয়ে ইউক্রেন তথা সারা বিশ্বে বেতার সেবা পৌছে দিচ্ছে রাজধানী কিয়েভ (Kyiv)এর হৃদয় প্রচারিত হয় RUI এর অনুষ্ঠান ৬০-এর বেশী প্রশিক্ষিত বেতার কর্মীর নিরলস প্রচেষ্টার ফল বেতার সম্প্রচার
ইউক্রেনের স্বাধীনতা লাভের পর Radio Ukraine International (RUI) এর জন্ম প্রতিদিন ইউক্রেনিয় সহ টি ভাষায় অনুষ্ঠান প্রচার করে আসছে RIU চারটি চ্যানেলের মাধ্যমে প্রচারিত হয় ইউক্রেনিয়, ইংরেজি, জার্মান, রোমানিয়ান রাশান ভাষায় অনুষ্ঠানসারা বিশ্বে ইউক্রেনের রাজনৈতীক আর্থ-সামাজিক চিত্র তুলে ধরে RIUএছাড়াও থাকে চলতি ঘটনাবলি, ইতিহাস, সংস্কৃতি ইউক্রেনিয় গান

Radio Ukraine International  (RUI) এর ইতিহাস

মার্চ ১৯৯২ থেকে রেডিও ইউক্রাইন ইন্টারন্যাশনালের অনুষ্ঠান প্রচার শুরু হয় তবে সোভিয়েট ইউনিয়নের সহযোগী হিসেবে রেডিও কিয়েভ এর জন্ম ১৯২০ সালে প্রথম খেকেই বেতার কেন্দ্র ব্যবহার করতো উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রেরনযন্ত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারনে ১৯৪১ সাল থেকে প্রচার বন্ধ করে রেডিও কিয়েভএর পুনরায় সম্প্রচার আরাম্ভ হয় ১৯৪৬ সালে রেডিও কিয়েভ এর শর্টওয়েভ যাত্রা ১৯৫০ সালের ০১ লা নভেম্বর ১৯, ২৫ ৩১ মিটার ব্যান্ডে ইউক্রেনিয় ভাষায় সম্প্রচার শুরু রেডিও কিয়েভ থেকে ইংরেজি ভাষায় অনুষ্ঠান শুরু হয় ১৯৬২ সালে ১৯৬৬ সালে জার্মান ১৯৭০ সালে চালু হয় রোমানীয়ান ভাষার অনুষ্ঠান
প্রথম থেকেই বেতার কেন্দ্র শর্টওয়েভ রিসেপশন রিপোর্টের জন্য শ্রোতাদের দিত দৃষ্টিনন্দন QSL কার্ড
রেডিও ইউক্রআন ইন্টারন্যাশনাল ২০১০ সালের ডিসেম্বর মাসে চীর বিদায় জানায় শর্টওয়েভ সম্প্রচার ব্যবস্থাকে পতন ঘটে ইতিহাসের পুরোনো এক বেতার কেন্দ্রের
বর্তমানে শুধুমাত্র ইন্টারনেট পরিসেবার মাধ্যমে বেঁচে আছে Radio Ukraine International

যোগাযোগ Engkish Service

Address: 26, Khreschatyk Str., Kyiv, 01001, Ukraine
Web: English Service RUI 
Email: Editor-in-Chief
Phone:  +380(44)239-62-58   Fax + 380(44)278-25-34

 ©  Md Ashik Eqbal (S21TS), Rajshahi, Bagladesh (1994-2019) | DX-NET 


Readers' Choice