Eesti Radio
এস্তোনিয়ার রেডিও সম্প্রচার কেন্দ্রের নাম Eesti Radio, যার যাত্রা শুরু হয় ১৮ ডিসেম্বর ১৯২৬ সালে। Estonia বা Republic of Estonia হলো এমন এক দেশের নাম যার ইতিহাস লিখে শেষ করা যাবেনা। ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্গত Republic of Estonia এখন একটা সমৃদ্ধশালী দেশের নাম।
Eesti
Rahvusringhääling বা Estonian Public Broadcasting হলো এস্তোনিয়ার সরকারী সম্প্রচার নিয়ন্ত্রক, যা ১লা জুন ২০০৭ সাল থেকে এস্তোনিয়ার সম্প্রচার ব্যবস্থার পরিচালনা করে আসছে। মূলত ১৮ই জানুয়ারী ২০১৭, এস্তোনিয়ার সংসদে নতুন আইন পাশ হলে, Eesti Rahvusringhääling (ERR) দেশের ৫টি চলমান বেতার কেন্দ্র ও একমাত্র টিভি সম্প্রচারের দায়িত্বগ্রহণ করে।
Eesti Radio'র ইতিহাস
রেডিও এস্তোনিয়ার নিয়মিত যাত্রা ১৮ ডিসেম্বর ১৯২৬ সালে হলেও Eesti Radio'র ইতিহাস আরও পুরোনো। অনুমান করা হয় ১৬ জানুয়ারি ১৯২৪ সালে এস্তোনিয়া থেকে প্রথম পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়। এস্তোনিয়ায় প্রকাশ্যে বেতার যন্ত্র প্রদর্শণ করা হয় আরও আগে ১৯২১ সালে। সেই হিসেবে Eesti Radio অনেক পুরোনো ইতিহাস রয়েছে।
এস্তোনিয়ার পশ্চিম উপকূলীয় Seaside resort Town খ্যাত হাফসালু শহর থেকে ১৬ জানুয়ারি ১৯২৪ সালে পরীক্ষামূলক সম্প্রচার শুরুর পরে একই বছর ১১ই মে আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করা হয়। ১৭ই মে ১৯২৪ আত্মপ্রকাশ করে এস্তোনিয়ার প্রথম রেডিও বিষয়ক সংস্থা “Eesti
Raadio Klubi” (এস্তোনিয়ান রেডিও ক্লাব)। “Eesti
Raadio” বা Estonian Radio নামক ম্যাগাজিন অনুষ্ঠানের যাত্রা শুরু এখান থেকেই।
Estonian Radio;’র যাত্রা শুরু হলেও তা নিয়মিত ছিল বলা যায়না। মূলত ১৯২৫ সালের সেপ্টেম্বর থেকে ১৯২৬ সালের মার্চ পযর্ন্ত চলে পরীক্ষামূলক প্রচার, যা নিয়মিত রুপ পায় ১৮ ডিসেম্বর ১৯২৬।
১৯৩৪ সালের আগে এস্তোনিয়া থেকে কেবলমাত্র সান্ধ্য/রাত্রিকালীন অধিবেশনে গান প্রচার করা হলেও, এবছরের গ্রীষ্মকাল থেকে দিনের বেলায় প্রচার আরাম্ভ হয় গানের আসরও।
১৯৪১ সালে সোভিয়েত বাহিনীর বোমা বন্ধ করে দেয় এস্তোনিয়ার তিনটি মিডিয়াম ওয়েভ ট্রান্সমিটার। ১৯৪৪ আবারও সোভিয়েত বিমান থেকে বোমা হামলা হলে স্তব্ধ করে দেয় এস্তোনিয়াকে। নতুন ভাবে চালু হয় এস্তোনিয়ার সম্প্রচার ব্যবস্থা।
১লা জুন ২০০৭ সালে এস্তোনিয়ার নতুন আইন অনুযায়ি জন্ম নেয় Eesti Rahvusringhääling (ERR) আর দায়িত্ব নেয় Eesti Radio সহ দেশের সকল রেডিও ও টিভি সম্প্রচারের।
More Radio History