Sunday, May 7, 2006

একটা তিল । স্রেফ ছোট্ট একটা তিল


একটা তিল । স্রেফ ছোট্ট একটা তিল - সত্যি বলতে কি এটা নিছক একটা পাগলামি। অনেকটা ইনিয়ে বিনিয়ে গল্প বলার মতো যার শেষটায় আসলে তেমন কিচ্ছু থাকে না। মন ভালো হোক বা খারাপ, মানু্ষের আদিম প্রবৃত্তি তাকে তাড়া করে ফিরবেই, এটাও তেমন এক গল্পকথা। 

ওহ. . একটা কথা বলতে ভুলে গেছি। এটা সম্পূর্ণ কল্পনা-প্রসুত এক মুষিক শাবক মাত্র। ইহজাগতিক বা পরলৌকিক কোন ব্যক্তি বা ভাস্কর্যের সাথে কোন মিল নেই। অনুগ্রহ করে কেউ সেই চেষ্টা করবেনও না। করলে তার দায়ভার আপনাকেই বহন করতে হবে। 

Tuesday, May 2, 2006

অনুদিত কবিতা : ভালোবাসা ও বিয়ে

অনুদিত কবিতা : ভালোবাসা ও বিয়ে
একটা সময় সকলেই কবি হয়ে ওঠে। কলমের ডগা ফেটে গলগল করে বেরিয়ে আসে কবিতা। প্রেমে পড়লে বা প্রেমে ছ্যাকা খেলেতো কথাই নেই. . . কবিতা নিজে নিজেই জন্ম নেয় প্রেমিক প্রবরের মস্তিস্কে।  আমিও তেমনই একসময় (প্রেম বা ছ্যাকা খেয়ে নয় বরং কল্পনার ফানুসে উড়ে উড়ে) কবিতার জোয়ার বইয়ে দিয়েছিলাম। রাজশাহীর একটা স্থানীয় মাসিক পত্রিকায় মাঝে মধ্যে প্রকাশ পেত আমার যতসব প্রলাপ, কবিতা। অনুদিত কবিতা : ভালোবাসা ও বিয়ে সে রকমই একটা। তবে এদু’টো স্বরচিত নয় বিলক্ষণ। 
Somewhere in Blog এ প্রথম বাংলায় ব্লগ লেখার সুযোগ তৈরী হলে আমি সেখানেও “বিয়ে” ছড়াটা লিখেছিলাম। সময়ের বির্বতনে আজ সেইসব কবিতা, গল্প বা হিজিবিজি লেখাগুলো হারিয়ে গিয়েছে। ডায়রির পাতায় থাকা কিছু এখানে তুলে রাখার কথা ভাবছি। 

Readers' Choice