VOI International Quiz 2022 এর ঘোষনা করা হয়েছে। Voice of Indonesia, শ্রোতাদের জন্য আয়োজন করে থাকে এই বিশেষ কুইজ প্রতিযোগিতার। গত ২০ জুন ২০২২ তারিখে ঘোষনা করা হলো এবছরের ইন্টারন্যাশনাল কুইজ-এর। সকল শ্রোতাবন্ধুদের অংশগ্রহণকে সহজতর করতে এখানে এই প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরা হলো।
VOI International Quiz 2022 বিস্তারিত
ইন্টারন্যাশলান কুইজ ২০২২ এ অংশ নিতে হলে VOI এর Google Form এর মাধ্যমে উত্তর পাঠাতে হবে। এই কুইজে মোট তিনটে অংশ আছে। প্রথম অংশ. যথারিতি, শ্রোতার পরিচিতি, দ্বিতীয় অংশে রয়েছে Voice of Indonesia এর সাথে শ্রোতা-সম্পর্ক ও অনুষ্ঠান বিষয়ক জিজ্ঞাস্য এবং শেষ অংশে রয়েছে ২০২২ কুইজের মূল তিনটি প্রশ্ন।