Radio Sylvia

Radio Sylvia
Radio Sylvia Logo
পাইরেট রেডিও, Radio Sylvia এর যাত্রা শুরু ১৯৭০এর শুরুতে। মূলতঃ Radio Caroline, Radio Nordsee International, Radio Veronica, Radio Mi Amigo, Radio Atlantis  ইত্যাদি থেকে অনুপ্রানিত হয়ে এর যাত্রা আরাম্ভ।

Radio Sylvia এর শুভারাম্ভ

মে ১৯৭২ এর একদিন কম ক্ষমতার লংওয়েভ ২১২ কি.হা. এ Radio Concordia Nord (RCN) নামে আত্মপ্রকাশ করে রেডিও সিলভিয়া।  কিন্তু সম্প্রচার এলাকা খুব কম হওয়ায় আগষ্ট ১৯৭৪ এ RCN এফএম ১০০.৫ মে.হার্জ এ সম্প্রচার শুরু করে। অনুষ্ঠান প্রচারতি হতে থাকে সোম থেকে বৃহস্পতিবার স্থানিয় সময় ২টা ৩০ থেকে ৩টে ৩০মিনিট পর্যন্ত। শুক্রবার প্রচারিত হতো ১ঘন্টা বেশী  ২টো ৩০ থেকে ৪টে ৩০মিনিট পর্যন্ত। 
১৯৭৫ সালে Radio Concordia Nord জমকালো ভাবে তাদের ৩য় বর্ষপূর্তী পালনের পরিকল্পনা করে। বসানো হয় নতুন ৮মিটার উচৃঁ Bi-Square এন্টিনা। বর্ষপূর্তী  অনুষ্ঠানের একটানা ঘন্টার অনুষ্ঠান প্রচার শুরু হয় ২৪ মে ১৯৭৫ , দুপুর দু’টোয়। কোন প্রতিবন্ধকতা ছাড়া ২০ ঘন্টা অনুষ্ঠান প্রচার হওয়ার পর ঘচনা ঘটতে শুরু করে। ফেডারেল পোষ্ট অফিস, পুলিশকে সাথে নিয়ে ঘিরে ফেলে RCN এর প্রেরণ কেন্দ্র। গার্ড কোন রকমে প্রচার বন্ধ করে পালাতে সক্ষম হয়। কয়েক মাসের জন্য বন্ধ হয়ে যায় Radio Concordia Nord।

Radio Triumph International (RTI)

পুলিশি আক্রমনের পর RCN এর পক্ষ্যে ঐ লোকেশনের প্রেরণ যন্ত্র আর ব্যবহার করা সম্ভব হয়নি। RCN  তাই VHF সম্প্রচার পরিসেবা গ্রহণের পরিকল্পনা করে। ট্রান্সমিটার স্থাপনের জন্য কয়েকমাস বন্ধ থাকে RCN এর প্রচার কার্যক্রম। 
১৯৭৫ সালের ডিসেম্বর মাসে শর্টওয়েভ ৬২২৫ কি.হার্জ এ RCN আত্মপ্রকাশ করে নতুন নামে। মাসিক অনুষ্ঠান প্রচারের মাধ্যমে চালু হয় Radio Triumph International (RTI)। 
কিন্তু কারিগরি সমস্যা দেখা দিলে ১৯৭৬ সালের সেপ্টেম্বর মাসে বন্ধ করে দিতে হয় Radio Triumph International এর সম্প্রচার।

Radio Sylvia এর আত্মপ্রকাশ

Radio Triumph International, ৭ জুলাই ১৯৭৭ নতুন নামে নতুন অবয়বে আত্মপ্রকাশ করে। শুরু হয় Radio Sylvia এর পথচলা। শুরুতে পরীক্ষামূলক এবং পরে নিয়মিত সম্প্রচার শুরু হয় মিডিয়াম ওয়েভ ১৩৪৫ এবং ১৫৬২ কি,হার্জএ। 
কিন্তু নিয়মিত কারিগরি সমস্যার কারনে ১৮৭৮ সালের জুন মাসে বন্ধ করে দিতে হয় বেতার সম্প্রচার। 
নভেম্বর ১৯৭৮ নতুন লোকশন থেকে এফএম ১১০.৫ মে. হা. এ চালু হয় রেডিও সিলভিয়া। নিরাপত্তার কথা বিবেচনা করে গোপন ষ্টুডিওতে ধারণ করা অনুষ্ঠান প্রচার হতে থাকে।মাসের প্রথম শনিবার চার ঘন্টার অনুষ্ঠান প্রচার হতে থাকে বিভিন্ন লোকেশন থেকে। 
কিন্তু ফেডারেল পোষ্ট অফিস এর হানা থেকে মুক্তি পায়নি। কয়েকবার হানা দিয়ে তারা ট্রান্সমিটার জব্দ করে। সৌভাগ্য কাউকে ধরতে পারেনা পুলিশ। বাধ্য হয়ে রেডিও সিলভিয়া আবারও শর্টওয়েভে ফিরে যাওয়ার পরিকল্পনা করে। 
৯ ডিসেম্বর ১৯৮৪ SW Transmitter সহ রেডিও সিলভিয়ার লোকজনকে পুলিশ আটক করে। অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করে রেডিও সিলভিয়া-এর সকল যন্ত্রপাতি। জরিমানা প্রদানের সাথে  সাথে বন্ধ হয়ে যায় জনপ্রিয় পাইরেট বেতার রেডিও সিলভিয়া।

Radio Sylvia থেকে  Radio Scorpio

প্রচার বন্ধ হয়ে যাওয়ার পর নিরাপত্তার কথা ভেবে নিজস্ব সম্প্রচারের বিকল্প ভাবতে থাকে রেডিও সিলভিয়া। Radio Scorpio নামে আত্মপ্রকাশ করে রেডিও সিলভিয়া। 
অনেক দেনদরবারের পর বেলজিয়ামের Radio Delmare এর সাথে চুক্তি করে রেডিও সিলভিয়া। মাসের প্রথম রবিবার ৪ ঘন্টার অনুষ্ঠান প্রচার হতে থাকে ৬২০৬ হি.হা. এ। নিরাপত্তার কারনে ১৯৮৫’র শেষ দিকে প্রচার বন্ধ রাখে Radio Delmare । জুন ১৯৮৬ সালে প্রচার আবার শুরু হলে জুলাই ৬, ১৯৮৬ চালু হয় Radio Scorpio । 
১৭ মে ১৯৮৭  বেলজিয়াম কর্তৃপক্ষ বন্ধ করে দেয় Radio Delmare এর ট্রান্সমিটার। উপায় না দেখে Radio Scorpio চুক্তি করে Radio Ireland International এর সাথে। 
Radio Ireland International এর ৬৫১২ কি.হা. এর রিসেপশন ইউরোপে খুব খারাপ হওয়ায়, নতুন ভাবে চুক্তি হয় Scottish Free Radio Network এর সাথে। ব্যবহৃত হয় ৭৪২৩ ও ৭৪২৮ কি.হার্জ। কিন্তু সমস্যা একই থেকে যায়। 
 আবার ফিরে আসার প্রত্যাসায় ১৮৮৯ সালের শেষে বন্ধ হয়ে যায় Radio Scorpio ।

Radio Sylvia এর ফিরে আসা

রেডিও সিলভিয়া ফিরে আসার পরিকল্পনা গ্রহণ করে ২০০৭ সালে। কিন্তু ২০০৮ সাল পর্যন্ত কোন পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়না। 
অবশেষে ৮ জানুয়ারি ২০০৮ অনলাইনে  আত্মপ্রকাশ করে রেডিও সিলভিয়া। 
১৬ মে ২০১১, রেডিও সিলভিয়া, iTunes Radio Directoryতে যুক্ত হয়। 
১৫ জুন ২০১৬ চালু হয় নতুন ওয়েবসাইট


আরও পাইরেট রেডিও:  |  Pirate Radio: Radio City |

Readers' Choice