Monday, August 31, 2020

Query Letter Writing Contest

  Query Letter Writing Contest

Query Letter writing contest  এ মজার এক আয়োজন করেছে Query Letter dot Com নামক ওয়েবপেইজ। অংশগ্রহণকারীকে শুধুমাত্র কোন কাল্পনিক বই-এর মলাটের শেষ পাতার পরিশিষ্ট লিখতে হবে। মাজাদার এই আয়োজন চলবে আগামি ১৫ই সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত। 

Query Letter Writing Contest বিস্তারিত


Query Letter dot Com এর সেপ্টেম্বর ২০২০ এরিএই মজাদার প্রতিযোগিতার জন্য লিখতে হবে কোন এক কাল্পনিক বই এর (যে বইটির বাস্তবে কোন অস্তিত্য নেই বা প্রকাশনা হয়নি) শেষ মলাটের পরিশিষ্ট (Book Blurb) । কল্পনা শক্তির প্রয়োগ ঘটান, লিখে ফেলুন সেই না থাকা বইটির পরিশিষ্ট, যা অন্য আগ্রহী করে তুলবে বইটি পড়ার জন্য আর আপনি জিতে নেবেন নগদ অর্থ।

পুরস্কার

আপনার পাঠানো এক বা একাধিক বই-এর Blurb গুলো Query Letter এর বিজ্ঞ বিচারকমন্ডলি যাচাই বাছাই করে দেখবে, আপনার এই সংক্ষিপ্ত লেখা পাঠককে কিভাবে আকর্ষণ করবে বইটি হাতে তুলে নেওয়ার জন্য। দেখা হবে আপনার লেথার ধরণ ও বিশেষত্ব। আর আপনি সেরা নির্বাচিত হলেই পেয়ে যাবেন ৫০০ ইউএস ডলার।

লেখা পাঠানোর সময়:

১০০ বা তার কম শব্দের লেখা আপনার  লিখে ফেলা সেই না থাকা বইটির পরিশিষ্ট (Book Blurb), নির্দিষ্ট লিংকের মাধ্যমে পাঠাতে হবে আগামি ১৫ সেপ্টেম্বর ২০২০এর মধ্যে। 

শর্তাবলী

  • আপনার  লিখে ফেলা সেই না থাকা বইটির পরিশিষ্ট (Book Blurb) হতে হবে মৌলিক। যদি প্রমানিত হয় এটা এটা কোন কিছুর নকল বা অনুকরণে লেখা তবে সরাসরি আপনার লেখা বাতিল হয়ে যাবে।
  • পরিশিষ্ট (Book Blurb) লিখতে হবে ১০০ শব্দ বা তার কম শব্দের সাহায্যে। 
  • লেখা সাবমিট করার আগে অবশ্যই বানান ও ব্যাকরণ সঠিক করতে হবে। প্রয়োজনে একাধিকবার প্রুফ চেক করতে হবে। 
  • আপনি যে কোন সংখ্যক মৌলিক  Book Blurb পাঠাতে পারবেন।
  • বিশ্বের যে কোন দেশে থেকে াংশ নেওয়া যাবে।
  • অংশগ্রহণের জন্য কোন এন্ট্রি ফি দেওয়া লাগবে না।
  • আপনার পাঠানো সকল Book Blurb আয়োজক সংস্থা তাদের ব্লগে প্রকাশ করতে পারবে। (আপনার সাবমিট করার শর্ত এটি)
  • লেখা অবশ্যই বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা (১৫ সেপ্টেম্বর ২০২০) এর মধ্যে নির্দিষ্ট লিংক এর মাধ্যমে সাবমিট করতে হবে। 

লেখা পাঠানোর লিংক : Query Letter dot Com

Readers' Choice