Friday, March 31, 2023

ধান ভানতে শিবের গীত : দাঁড়িওয়ালা ছেলেটি

১৯৯০ সালের কথা, আমি তখন টোকিওতে রেডিও জাপানের বাংলা সম্প্রচার বিভাগে কাজ করি। আমাদের সিনিয়র সহকর্মী ইসকান্দার আহমদ চৌধুরী (বেশ আগে জান্নাতবাসী হয়েছেন) এক বিকেলে চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মাহবুবুল হক ও তার মিসেসকে NHK ভবনে বেড়াতে নিয়ে এলেন (NHK সদর দপ্তর আসলেও টোকিওর টুরিস্ট স্পটগুলির একটি, সুতরাং প্রতিদিন অনেকেই সেটি দেখতে যান)। 
চৌধুরী সাহেবও চট্টগ্রামের মানুষ, এদের মধ্যে দীর্ঘ দিনের সখ্য। সৈয়দ সাহেব হিমায়িত চিংড়িসহ আরও সব পণ্যের রপ্তানি ব্যবসায় জড়িত। ব্যবসায় উপলক্ষেই টোকিও গেছেন। আমার সাথে পরিচয় হওয়ার পর কথা প্রসঙ্গে জানালেন ফেরার পথে তাঁরা ব্যাংকক - রেঙ্গুন হয়ে ঢাকা যাবেন। রেঙ্গুনে তাঁর এক বন্ধু থাকেন, তাঁর জন্যে হুমায়ূন আহমেদের তিনটি টিভি নাটকের ভিডিও ক্যাসেট নিয়ে এসেছেন, সেগুলি পৌঁছাতে হবে। কী নাটক জানতে চাইলে বললেন - এই সব দিনরাত্রি, অয়োময় আর বহুব্রীহি। প্রথম নাটকটির এতই নাম শুনেছি যে আগ্রহ চেপে রাখতে পারলাম না। ওঁরা আগামীকালও টোকিওতে আছেন জেনে বললাম, আমি যদি এখন আপনাদের সঙ্গে হোটেলে যাই, ক্যাসেটগুলো দেবেন? কাল সন্ধ্যায় পৌঁছে দেবো। তিনি বললেন – ‘মোট ছ' টা ক্যাসেট, আপনি কি দেখে শেষ করতে পারবেন?’ বললাম, যতটুকু পারি দেখবো তবে আগামীকাল সন্ধ্যার মধ্যে পেয়ে যাবেন - এ ব্যাপারে গ্যারান্টি। 

আমি মাহবুবুল হক দম্পতির সঙ্গে হোটেলে এলাম। পাঁচ তারকা বলেই মনে হলো। আমাকে লাউঞ্জে অপেক্ষা করতে বলে তিনি ক্যাসেটগুলো এনে দিলেন। পরদিন ঘটনাক্রমে রোববার ছিল। আমি রাত জেগে এবং পরের দিন সারাটা সময় জুড়ে নাটক তিনটি দেখে ফেললাম (লম্বা দৃশ্য অবশ্য মাঝেমাঝে FF করেছি!) এবং যথাসময়ে সেগুলি ফেরত দিয়ে এলাম। পরে এক বাঙালি যুবকের কাছে এই গল্প করায় সে হেসে বললো - এই ক্যাসেট তো এখানেই কিনতে পাওয়া যায়। আমি সেই ভিডিওর দোকান থেকে 'এই সব দিনরাত্রি' নাটকের ক্যাসেট কিনে আনলাম। 
রেডিও জাপানে আমাদের এক সহকর্মী (টোকিওতে বসবাসরত ভারতীয়) রুমাদি, তথা মিসেস অজন্তা গুপ্তের সঙ্গে এক অবসরে বিটিভির নাটকের প্রসঙ্গ নিয়ে কথা হচ্ছিল। তিনি বললেন - রেণু বৌদির কাছে (মুন্সি আজাদের স্ত্রী, আমাদের পরিচিত) ' এই সব দিনরাত্রি'র প্রশংসা শুনেছি। আমি তাকে নাটকটি দেখতে দিলাম। দু' দিন পর তিনি ক্যাসেট দুটি ফেরত দিয়ে বললেন - এর আগে বাংলাদেশের টিভি নাটক দেখা হয় নি, দাঁড়িওয়ালা ছেলেটি (আসাদুজ্জামান নূর!) খুব ভালো অভিনয় করেছে। আমি হেসে তাঁর কথায় সম্মতি জানালাম। 
(জনাব নূর অনেক দিন থেকেই সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত নাম এবং একটি বড় বিজ্ঞাপনী সংস্থার অধিকর্তা বলে জানতাম, তিনি এখন তো সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী) ।

জনাব হাসান মীর, একজন অবসরপ্রাপ্ত বেতার ব্যক্তিত্ব।

Thursday, March 30, 2023

পালাউ এর বেতার সম্প্রচার : Radio Hope


পালাউ এর বেতার সম্প্রচারের ইতিহাস অনেক পুরোনো। জানা যায় ১৯২০ সালে জাপানিরা পালাউ-এর দক্ষিণ অঞ্চলে একটি কেন্দ্র স্থাপন করে। পরবর্তীতে ১৯৪২ সালে জাপান দ্বীপটির পূর্ব প্রান্তে অস্ট্রেলিয়া ও প্রতিবেশী দেশের জন্য ১০ কিলোওয়াটের আরও একটি বেতার কেন্দ্র চালু করে।

Radio Hope এর জন্ম সম্প্রতি হলেও এর সূচনা হয়েছিল ১৯৭০ সালে, হাই এ্যডভেঞ্চার মিনিস্ট্রির জর্জ ওটিস, এসআর এর হাত ধরে। সেভেন্থ ডে এ্যডিভেন্টিস্ট চার্চ অল্প পরিসরে এই বেতার পরিচালনা করতো। ১৯৯০ সালে নতুন ট্রান্সমিটার ও এ্যন্টিনা স্থাপন করা হয়। এরই মাঝে বেতারের মালিকানা পায় LeSEA Broadcasting নামের অপর একটি সংস্থা। ১৯১০ সালে এখান থেকে এফএম 89.9 মেগাহার্জে অনুষ্ঠান প্রচার শুরু হয়। ২০১২ সালে নতুন এ্যন্টিনা স্থাপন হলে একাধিক ফ্রিকুয়েন্সিতে অনুষ্ঠান সম্প্রচার আরাম্ভ করে।২০২০ সালের সেপ্টেম্বর মাসে Joe Perozich, সিইও হওয়ার পর চালু করেন Radio Hope এর সম্প্রচার। 


Radio Hope শর্টওয়েভে Angel 4 Angel 5 ট্রান্সটিারের মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য অনুষ্ঠান প্রচার করে আসছে। মূলত খ্রীস্টধর্মীয় আলোচনা ও গান প্রচার করা হয় এই বেতার থেকে। মূল অনষ্ঠান ইংরেজি হলেও গান প্রচারিত হয় দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন ভাষায়। অনলাইন ২৪ ঘন্টার অনুষ্ঠান হলেও শর্টওয়েভে নতুন সময়সূচী (A23) হলো- 

 Time UTC

Broadcaster

Frequency

Language

Days

 

0000

2400

Hope Radio

Online

Eng

Daily

 

0000

2400

Hope Radio

Online

Eng

Daily

 

0807

0845

Angel 5 Hope Radio

9965

Eng

Tue-Thu

 

0807

0900

Angel 5 Hope Radio

9965

Eng

Mon

 

0810

1145

Angel 5 Hope Radio

9965

Eng

Sun

 

0840

1000

Angel 5 Hope Radio

9965

Eng

Sat

 

0000

1500

Hope Radio

Online

Eng

Daily

 

0110

0230

Angel 4 Hope Radio

15680

Eng

Sat

 

0110

0335

Angel 4 Hope Radio

15680

Eng

 Sun

 

অনলাইনে রেডিও হোপ শুনতে ভিজিট করুন HopeRadio.Net। কেন্দ্রটি e-QSLQSL কার্ড পাঠিয়ে থাকে। অনুষ্ঠানের বিস্তারিত পেতে ঘুরে আসুন : Dxing.Eqbal.Info ওয়েসাইট।          

Readers' Choice