Wednesday, February 6, 2019

ধান ভানতে শীবের গীত | ১১

ধান ভানতে শীবের গীতঃ বেতার প্রসঙ্গ ১১

হাসান মীর
স্বাধীনতার পর আমাদের রাষ্ট্র, সমাজ এবং ব্যক্তি জীবনেও নানা পরিবর্তন ঘটে। এসব পরিবর্তনের ফলে রাষ্ট্র এবং রাষ্ট্রীয় কাঠামোর উন্নতির পাশাপাশি ব্যক্তিও লাভবান হয়েছে। স্বাধীনতার আগে প্রতিষ্ঠানটির নাম ছিল রেডিও পাকিস্তান। স্বাধীনতার পর বাংলাদেশ বেতার, '৭৫-এর পটপরিবর্তনের পর রেডিও বাংলাদেশ এবং এখন আবারো বাংলাদেশ বেতার।

বেতারে এক সময় পদবিন্যাস ছিল বার্তা বিভাগে সহ- বার্তা সম্পাদক, সহকারী বার্তা সম্পাদক এবং বার্তা সম্পাদক। কী কারণে জানিনা পদগুলির নাম পরিবর্তিত হয়ে সহকারী বার্তা নিয়ন্ত্রক, উপ- বার্তা নিয়ন্ত্রক এবং বার্তা নিয়ন্ত্রক হয়ে গেল (একটা কারণ হতে পারে সরকারী বেতারে তো আর সব খবর প্রচারিত হয়না, বিশেষ করে বিরোধী দলের অনেক খবরই নিয়ন্ত্রণ করা হয় তাই বোধ হয় সম্পাদক থেকে নিয়ন্ত্রক বানানো)

Readers' Choice