Query Letter writing contest এ মজার এক আয়োজন করেছে Query Letter dot Com নামক ওয়েবপেইজ। অংশগ্রহণকারীকে শুধুমাত্র কোন কাল্পনিক বই-এর মলাটের শেষ পাতার পরিশিষ্ট লিখতে হবে। মাজাদার এই আয়োজন চলবে আগামি ১৫ই সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত।
SBS Radio a Multi culture radio of Australia announced SBS Radio Competition 2020 for the listeners. Starting in 1975 to promote Australia's new health care system Medi-Bank, SBS Radio has grown up with multicultural Australia and is now the world’s most linguistically diverse broadcaster, a bridge linking to the 21 per cent of Australians who speak another language.
প্রতি বছরের মত এবারও Gulf Stream পত্রিকা আয়োজন করেছে Gulf Stream Summer Contest 2020। প্রতি বিভাগের জন্য এবার পুরস্কার থাকছে ইউএস ডলার ১০০। উপন্যাস, কবিতা ও নন-ফিকশান গল্পের জন্য দেওয়া হবে এই পুরস্কার। নবীন লেখকদের জন্য এটা এক দারুন খবর।