Friday, September 11, 2020

Tecsun PL 600 Double Conversion World Receiver

 Tecsun PL 600 Double Conversion World Receiver

আমার সংগ্রহের সর্বশেষ (এখন পর্যন্ত) Tecsun ব্রান্ডের রেডিও হলো এই Tecsun PL 600 Double Conversion World Receiver ’টা। চমৎকার এই রেডিওটা অতি সম্প্রতি অনলাইন শপ থেকে কিনেছি। বলার অপেক্ষা রাখেনা আমার Habong KK 269 21 Band Radio টার সমান আকারের রেডিও হলেও এর কার্যক্ষমতা ওটার থেকে অনেক বেশী। রেডিওটা চীনে উৎপাদন করা হলেও এটা রেডিওজ অস্ট্রেলিয়া’র বাজারজাত করা, ছিমছাম ও পরিপাটি একটা ডিজিটাল রিড-আউট পোর্টেবল রেডিও । 

Tecsun PL 600 Double Conversion World Receiver বিশেষত্ব

Tecsun PL 600 রেডিওটার প্রধান বিশেষত্ব হলো এটা Double-conversion portable radio অর্থাৎ এর double frequency conversion super heterodoxy circuit এএম এর শ্রবনমানকে করে আরামদায়ক এবং দু’টো ব্যান্ড-উইথ এর intermediate-frequency ফিল্টারের মাধ্যমে ফ্রিকুয়েন্সির নির্বাচনশীলতা (selectivity) বাড়িয়ে তোলে। এই রেডিও’র আর একটা বৈশিষ্ট হলো কোডিং-এর মাধ্যমে অনেক অপশন পরিবর্তণ করা যায়।  বেতার বন্ধুদের সুবিধার জন্য রেডিওটার টেকনিক্যাল দিকগুলো ধারাবাহিক ভাবে আলোচনা করা হলো। 

Tecsun Radio

নাম ও মডেল

  • নাম: TECSUN
  • মডেল: PL 600
  • ধরণ: PLL Synthesized Double-conversion portable world receiver

রেডিও’র বিভিন্ন অংশ

পরিচিতি তুলে ধরার আগে জেনে নেওয়া যাক  TECSUN PL600 রেডিও’র বিভিন্ন অংশগুলো। নিচের ছবিতে এই রেডিও’র ‍কন্ট্রোল লে-আউট দেখানো হলো। রেডিও ব্যবহারের আগে েএই কন্ট্রোল লে-আউট জেনে নেওয়া খুব প্রয়োজন।

উপরের ছবিতে সামনে থেকে দেখা যাবে এমন  ১ থেকে ২০ নং পর্যন্ত বিভিন্ন কন্ট্রোল ইউনিটগুলো দেখানো হলো। 
TECSUN PL600 রেডিও’র ডান ও বামপাশেও রয়েছে একাধিক কন্ট্রোল ইউনিট। ডানদিকের এবং বামদিকের মোট ১২টা ইউনিট উপরের ছবিতে দেখানো হলো।

আগে দেখানো ৩২টা কন্টোল ইউনিট ছাড়াও রেডিও শোনার সময় ডিসপ্লেতে অনেক ধরণের লেখা ও ছবি থাকে যেগুলো জানা থাকলে খুব সহজেই এই  রেডিও’র তাৎক্ষনিক অবস্থা বোঝা সম্ভব হয়। উপরের ছবিতে ঠিক এমনই একটা লে-আউট দেখানো হয়েছে। যেখানে মোট ১০ ধরণের তথ্য থাকে।

ফ্রিকুয়েন্সি কভারেজ

রেডিওটা ওয়ার্ল্ডব্যান্ড হওয়ায় শর্টওয়েভ এ সম্পূর্ন ফ্রিকুয়েন্সি রেঞ্জ কভার করে সাথে আছে দু’টো এফএম ব্যান্ডের মাধ্যমে ৭৬ মেগাহার্জ থেকে ১০৮ মেগাহার্জ কভারেজ  মিডিয়াম ওয়েভের অনুষ্ঠান শোনা যাবে ৫২২ কিলোহর্জ  থেকে ১৬২০ কিলোহার্জ পর্যন্ত। নিচের স্মারণীতে বিস্তারিত ব্যান্ড কভারেজ উল্লেখ করা হলো।


Frequency Modulation (FM)

Standard frequency coverage:  87.00 MHz - 108.00 MHz

USA, Canada etc.:   87.50 MHz - 108.00 MHz

Campus , Japan etc.: 76.00 MHz - 108.00 MHz

Medium Wave (MW)

Asia, Africa and Europe:   522 kHz - 1620 kHz

USA Canada:   520 kHz  - 1710 kHz


Longwave (LW)     100 kHz - 519 kHz

Shortwave (SW)   1711 kHz  - 29999 kHz

Long wave, medium wave, short wave first intermediate frequency (1st IF): 55.845 MHz

Long wave, medium wave, shortwave 2 IF (2nd IF): 455 kHz


Tecsun PL 600 World band Receiver হওয়ার কারনে বিশ্বের বিভিন্ন স্থানের সাথে সামঞ্জস্য রাখতে ফ্রিকুয়েন্সি টিউনিং-এ ব্যবহার করেছে একাধিক স্টেপ। নিচের স্মারণীতে তার বিস্তারিত তুলে ধরা হলো।

Frequency Modulation (FM) -  0.10 MHz/0.01 MHz

Medium Wave (MW)

Asia, Africa and Europe: 9 kHz/1 kHz

USA Canada: 10 kHz/1 kHz

Longwave (LW)  9 kHz/1 kHz

Shortwave (SW)  5 kHz/1 kHz


সেনসিটিভিটি

  • Frequency Modulation (FM) (S N = 30 dB) better than 3μV
  • AM (MW) (S/N = 26dB) better than 1 mV /m
  • Long-wave (LW) (S/N = 26 dB) better than 1.2 mV / m
  • Shortwave (SW) (S/N = 26 dB) better than 20μV
  • single-signal selectivity AM
    • ± 5k is better than 28 dB ± 7 k is better than 45dB

সিলেক্টিভিটি

  • Frequency Modulation (FM):  > 30 dB ( ± 200 kHz)
  • AM (MW):  > 40 dB ( ± 9 kHz)
  • Long-wave (LW):  > 40 dB ( ± 9 kHz)
  • Shortwave (SW): > 40 dB ( ± 5 kHz)

সিগনাল টু নয়েজ রেসিও (S/N Ratio)

  • Frequency Modulation (FM):  < 60 dB
  • AM (MW):  < 45 dB 
  • Long-wave (LW):  < 45 dB
  • Shortwave (SW): < 50 dB

পাওয়ার সাপ্লাই

  • Battery 4 AA  (6V total) Battery
  • Power supply DC 6V 300 mA
  • Machine speaker 25 Ω 1W
  • External headphone 32Ω

দাম কত? কোথায় পাবো?

বর্তমান বিশ্বে যে রেডিওটা সবচেয়ে বেশী পাওয়া যাচ্ছে অথচ দামটাও বেশী নয়, এমন রেডিওই হলো Tecsun PL 600 । বিদেশি যে কোন অনলাইন স্টোরে পাওয়া যাচ্ছে  এই রেডিও। দাম ১০০ ডলারের মধ্যে (পরিবহন খরচ ও শুল্ক যোগ করতে হবে।) দেশী কিছু অনলাইন শপেও পাওয়া যাচ্ছে এই রেডিও, সবসহ দাম ১০,০০০ থেকে ১৫,০০০ টাকা। দামের ভিন্নতার কারন বিভিন্ন ওয়েবসাইটে একাধিক বিক্রেতা আছেন যারা বিভিন্ন দাম চাচ্ছেন) 

আরও রেডিও রিভিউ : আামার রিসিভার

Readers' Choice