Pirate Radio : Radio City সেই অর্থে বড় কোন বেতার কেন্দ্র বা অতি জনপ্রিয় বেতার কেন্দ্র ছিল না। বরং ছিল খুবই সাধারণ প্রেরণযন্ত্র ও অস্বাস্থ্যকর ও কঠিন থাকার ব্যবস্থা। আমারা আজকের এই রেখা থেকে জানার চেষ্টা করবো সমূদ্রতটের পরিত্যক্ত টাও্রয়ারের উপর থাকা Pirate Radio, Radio City ও তার হৃদয় বিদারক পরিসমাপ্তির কথা।
বৃটিশ পাইরেট রেডিও স্টেশন Radio City, গ্রেট বৃটেনের দক্ষিন-পূর্ব দিকে নর্থ-সি এর টেমস নদীর মোহনায় Maunsell Sea Port এর Shivering Sands Army Fort এ থাকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিত্যাক্ত পাঁচটি টাওয়ার থেকে প্রচারিত হতো।
Pirate Radio : Radio City ‘র জন্মগাঁথা
২৭ মে ১৯৬৪ সালে Radio Sutchই ১৯৬৫ সালে Pirate Radio : Radio City তে রুপান্তরিত হয়। ডেভিড এডওয়ার্ড সাচ পাইরেট রেডিও ’রেডিও ক্যারোলিন’ এর প্রচারণায় উদবুদ্ধ হয়ে চালু করেন Radio Sutch। টেমস নদীর মোহনায় Shivering Sands Army Fort এর পরিত্যক্ত টাও্রয়ারের উপর কম বাজেটের এবং কম পা্ওয়ারের রেডিও স্টেশন Radio Sutch চালু করে।
বছর ঘুরতেনা ঘুরতেই ডেভিড সাচ ও তার ব্যান্ডের সদস্যরা, Radio Sutch এর ্ওপর আগ্রহ হারিয়ে ফেললে, মাত্র ৫,০০০ পাউন্ডে Radio Sutch এর বিনাবেতনের ম্যানেজার ও বন্ধু রেজিল্যান্ড কালভার্টকে বিক্রি করে দেয়। ‘রেডিও সাচ’ মূলত Handley Page Helifax Bomber বিমানের ট্রান্সমিটার ও গাড়িতে ব্যবহৃত ব্যাটারি এবং ব্যবহার করা হতো ১৫৪২ কি.হা. বা ১৯৪ মিটার ব্যান্ড। (য়দিও ঘোষনায় বলা হতো ১৯৭ মি.ব্যা,)।
কালভার্ট রেডিও সাচ কিনে নেওয়ার পর এর যন্ত্রপাতি ও এ্যান্টিনার উন্নতি ঘটান এবং প্রচারের জন্য ১০৩৪ কিলোহার্জ (কথনও কথনও ১০০৩ কি.হা.) ব্যবহার শুরু করে। ভার্টিক্যাল এন্টিনা সংযোজনের পরেও এটা কখনওই ২ কিলোওয়াটের বেশী ছিলনা। কিন্তু সমূদ্রের পানিতে বেতার তরঙ্গের প্রতিফলনের কারনে এটা স্থলভাগের বেতারে ১০ কিলোওয়াট ক্ষমতার সক্ষমতা পায়। দ্রুতই এটি জনপ্রিয় হয়ে ওঠে এবং "Your Power of Tower" শ্লোগান ব্যবহার করে।
Radio City’র বেদনাদায়ক পরিসমাপ্তি
নানা কারনেই রেজিল্যান্ড কালভার্ট ১৯৬৫ সালে রেডিও সিটি ও রেডিও ক্যারোলাইন সাউথ এর একত্রিকরণের জন্য চেষ্টা করে। রেডিও ক্যারোলাইন জাহাজ ছেড়ে মোটিতে এলে ব্যবহার করা যাবে বলে একটা ট্রান্সমিটার ও পোর্টে হস্তান্তর করা হয়। কিন্তু প্রকৃতপক্ষে এই একত্রিকরণ চেষ্টা বাতিল হয়ে যায়। কারন ট্রান্সমিটারটা যেমন খারাপ ছিল তেমনই ছিল ব্যবহার অনুপযোগি। এমনকি ট্রান্সমিটারটা সংগ্রহও করা হয়নি । পরবর্তীতে মিঃ কালভার্ট রেডিও লন্ডনের সাথে একত্রিকরণের চেষ্টা ও করেন।
২০শে জুন ১৯৬৬ সালের সকালে মিঃ কালভার্ট তাঁর ব্যবসায়িক সহযোগির হাতে খুন হয়ে যান। পরবর্তীতে নানান জটিলতলার পর মিঃ কালভার্ট এর স্ত্রী Pirate Radio : Radio City কে চালিয়ে নেবার চেষ্টা করেন। কিন্তু প্রচলিতি আইনের প্রতিকূর হওয়ায়, ৮ ফেব্রুয়ারি ১৯৬৭ সালের মধ্যরাতে চিরতরে বন্ধ হয়ে যায় Radio City কন্ঠস্বর।
আরও পাইরেট রেডিও : Radio City: the Station of the Car