পার্সটুডে : রেডিও তেহরান


পার্সটুডে : রেডিও তেহরান

পার্সটুডে : রেডিও তেহরান - সত্য ন্যায়ের কণ্ঠস্বর

ইরানের সম্প্রচার সংস্থা আইআরআইবি’র ওয়ার্ল্ড সার্ভিসের ৭০ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতার আলোকে ২০১৬ সালের জানুয়ারি মাসে 'পার্সটুডে' নামে মূলধারার গণমাধ্যম হিসেবে কাজ শুরু করেছে। যা প্রতি মুহূর্তে বিশ্বের অন্তত ৩০টি ভাষায় চলমান ঘটনাপ্রবাহের খবর অনলাইনে তুলে ধরছে। শর্টওয়েভ ফ্রিকোয়েন্সিতে রেডিও অনুষ্ঠান সম্প্রচার করছে ‘পার্সটুডে’। এ ছাড়া, ওয়েবসাইটের মাধ্যমেও অনুষ্ঠান প্রচার করা হচ্ছে। 'পার্সটুডে' যেসব ভাষায় খবর ও অনুষ্ঠান প্রকাশ এবং সম্প্রচার করছে সেগুলোর মধ্যে রয়েছে বাংলা, হিন্দি, উর্দু, পশতু, আলবেনিয়, আরবি, আর্মেনিয়, চীনা, ইংরেজি, ফরাসি, জার্মান, হৌসা, হিব্রু, ইন্দোনেশিয়, ইতালিয়, জাপানি, কাজাকি, সাওয়াহেলি, পর্তুগালি, রুশ, স্প্যানিশ ও তুর্কি।

রেডিও তেহরান - শুরুর কথাঃ

ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা IRIB বর্তমান বিশ্বের বৃহৎ, শক্তিশালী জনপ্রিয় গণমাধ্যমগুলোর অন্যতম। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে এটি সবচেয়ে বড় গণমাধ্যম। ১৯৪০ সালে সারা ইরানে রেডিও অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে IRIB কার্যক্রম শুরু হয়। ইরানে টেলিভিশনের অনুষ্ঠান প্রথম সম্প্রচার হয় ১৯৫৮ সালে। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর নতুন নতুন রেডিও টিভি কেন্দ্র চালু করা হয়। বর্তমানে IRIBর অধীনে ২০টি জাতীয়, ৩০টি প্রাদেশিক, ৫টি স্যাটেলাইট চ্যানেলে অনুষ্ঠান সংবাদ প্রচারিত হয়। এছাড়া, ১৪টি রেডিও স্টেশনের মাধ্যমে সারাদেশে অনুষ্ঠান প্রচার করা হয় এবং বিশ্ব কার্যক্রমের অধীনে অন্তত ৩০টি ভাষায় সংবাদ অনুষ্ঠান প্রচার করা হয়।
IRIB বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানের সম্প্রচার শুরু হয় ১৯৮২ সালের ১৭ এপ্রিল। শুরুতে ৩০ মিনিট অনুষ্ঠান সম্প্রচার হতো। বর্তমানে প্রতিদিন এক ঘণ্টা সন্ধ্যা আধা ঘণ্টাব্যাপী নৈশ অধিবেশন সরাসরি সম্প্রচারিত হয় এছাড়া, মধ্যপ্রাচ্যের শ্রোতাদের জন্য সান্ধ্য অধিবেশন পর দিন পুনঃপ্রচার করা হয়।

রেডিও তেহরান- কেন?

বিশ্বে কখন, কোথায়, কী ঘটছে তার বস্তুনিষ্ঠ চিত্র তুলে ধরা হয় বেতারে। ভারত উপমহাদেশ, ইরান মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের বিপ্লবী আর মজলুম জাতিগুলোর বিরুদ্ধে দাম্ভিক শক্তিগুলোর নানা ষড়যন্ত্র আর তাদের সুখ-দুঃখ এবং উন্নয়ন অগ্রগতির খবর প্রচার করা হয় রেডিও তেহরানে। যেসব খবর সময়ের অভাবে ইথারে শোনানো সম্ভব হয় না সেসব খবরসহ অন্যসব সংবাদ এই রেডিও' ওয়েব-সাইটে দেয়া হয়।

বর্তমানে - রেডিও তেহরানঃ

রেডিও তেহরানের অনলাইন সংস্করণ 'পার্সটুডে ডটকম', IRIB বিশ্ব কার্যক্রমের প্রায় ৮০ বছরের অভিজ্ঞতার আলোকে ২০১৬ সালের জানুয়ারি মাসে মূলধারার গণমাধ্যম হিসেবে কাজ শুরু করেছে। 'পার্সটুডে' প্রতি মুহূর্তে বাংলাসহ বিশ্বের অন্তত ৩০টি ভাষায় চলমান ঘটনাপ্রবাহের খবর অনলাইনে তুলে ধরছে। মধ্যপ্রাচ্যের চলমান ঘটনাপ্রবাহে ইরানের প্রভাবশালী ভূমিকা থাকার কারণে মূলধারার একটি গণমাধ্যম হিসেবে 'পার্সটুডের গুরুত্ব অনেক গুণ বেড়ে গেছে। পার্সটুডে বাংলা বিভাগ রাজনৈতিক খবর সংবাদ বিশ্লেষণের পাশাপাশি ধর্মীয় সাংস্কৃতিক অঙ্গনের খবরাখবর প্রবন্ধ-নিবন্ধ প্রকাশ করে আসছে।

বাংলা বিভাগের আয়োজনঃ

Pars Today  Bengali Service Officials
রেডিও তেহরান বাংলা বিভাগ থেকে প্রতিদিন বিশ্ব-সংবাদ, দৃষ্টিপাত, কথাবার্তা ছাড়াও দুটি বিশেষ অনুষ্ঠান প্রচারিত হয়। বিশেষ অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- সাক্ষাৎকার, কুরআনের আলো, সুস্থ পরিবার, ঐশী দিশারী, পারস্য প্রতিভা বিশ্বের গর্ব, আসমানি সূরা, চিঠিপত্রের আসর প্রিয়জন, স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্যকথা, শিশু-কিশোরদের অনুষ্ঠান রংধনু আসর, ইরানি পণ্য-সামগ্রী, ইসলাম শিশু অধিকার, আলোকিত পথ, দর্পন, ধরণী বেহেশত মসজিদ, আদর্শ জীবনযাপন,  দেখব ঘুরে ইরান এবার, ইরানি গল্প রূপকথা, নওমুসলিমদের আত্মকথা, মুসলিম সভ্যতা সংস্কৃতি, ফার্সি ভাষা শিক্ষার আসর, নূরনবী মোস্তফা (সা.) ইত্যাদি। এগুলোর মধ্যে কিছু অনুষ্ঠানের সম্প্রচার ইতোমধ্যে শেষ হয়েছে। এছাড়া, বিশেষ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হয়।

শুনবেন কিভাবে!

রেডিও তেহরানের অনুষ্ঠান শর্টওয়েভ স্যাটেলাইটে সম্প্রচারিত হয় IRIB বিশ্ব কার্যক্রমের প্রধান দপ্তর থেকে। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা এবং রাত সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত বাংলাদেশ ভারতের শ্রোতারা লাইভ অনুষ্ঠান শুনতে পান। মধ্যপ্রাচ্যের শ্রোতাদের জন্য পুনঃপ্রচার করা হয় ইউটিসি সময় ১২:২০টা থেকে ০১:২০ পর্যন্ত। এছাড়া, ইন্টারনেট রেডিও এবং অ্যান্ড্রোয়েড মোবাইল আইফোনে IRIB বাংলা সম্প্রচারিত হচ্ছে।

যোগাযোগঃ

চিঠি লেখার ঠিকানা
ইরান
বাংলাদেশ
ভারত
Bangla Program
Radio Tehran
Post Box No- 6767
Tehran : 19395
Islamic Republic of Iran
বাংলা অনুষ্ঠান
রেডিও তেহরান
জি. পি. বক্স নম্বর : ৪০০২
ঢাকা১০০০,
বাংলাদেশ
Bangla Program
Radio Tehran
Post Box no : 4222
New Delhi :110048
India
বিস্তারিত যোগাযোগ ঠিকানার জন্য :  বেতার যোগাযোগ বাংলা  ভিজিট করুন।

লেখক পরিচিতিঃ

জনাব আশরাফুর রহমান, বাংলোদেশের রেতার শ্রোতা পরিবারে একটি পরিচিত নাম। বেতার জগতের সুপরিচিত জনাব রহামন পার্সটুডে : রেডিও তেহরান - এর বাংলা বিভাগে কর্মরত রয়েছেন। 

লেখাটি Wave Surfers' Association, Bangladeshএর ত্রৈমাসিক DX-NET প্রকাশনার January-March  2019 (V-13, E-01) সংখ্যায় প্রকাশিত।
 © Md Ashik Eqbal (S21TS), Rajshahi, Bagladesh (1994-2019), DX-NET |



Readers' Choice