Thursday, September 3, 2020

Darling Axe Contest First Page Challenge

 Darling Axe Contest First Page Challenge

লেখালেখিতে যাদের আগ্রহ, লিখে যারা আনন্দ পান, তাদের জন্য Darling Axe, অনলাইন গল্প সৃষ্টি ও সম্পাাদনা সেবা প্রদানকারী সংগঠন আয়োজন করেছে গল্প লেখা প্রতিযোগিতা। Darling Axe Contest First Page Challenge প্রতিযোগিতায় লেখক শুধু লিখবেনই না, জিতে নেবেন ২০০ ডলারও। 
 

Contest First Page Challenge বিস্তারিত

First Page Challenge প্রতিযোগিতা মূলত সেই সব গল্পকারের জন্য, যারা তাঁদের গল্পশৈলীর মাধ্যমে পাঠককে মুগ্ধ করবেন আর জিতে নেবেন অর্থ পুরস্কার। মনে রাখবেন প্রত্যেকটি লেখা যোগ করবে পয়েন্ট আর বাড়িয়ে দেবে পুরস্কারের সংখ্যা।

নিয়মাবলী

  • একপাতায় ডবল স্পেস লাইনে স্বাভাবিক  মার্জিনে গল্প লিখতে হবে। 
  • লেখার ফন্ট হবে ১২ পয়েন্টের। জায়গা বাঁচাতে তােই গল্পের শিরোনাম হেডার অংশে লেখা যাবে। 
  • গল্প Darling Axe এর কাছে পৌছে দিতে হবে ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখের মধ্যে
  • প্রাইজ পুলের জন্য নির্বাচিত প্রতিটি গল্প Darling Axe প্রকাশ করবে তার জনপ্রিয় ব্লগসাইট The Chopping Blog এ। 
  • প্রতিটি লেখা পুরস্কার সংখ্যা বাড়াতে সাহায্য করবে এই ভাবে -
    • অংশ নেওয়া গল্পের সংখ্যা ১ থেকে ৪০ হলে প্রথম পুরস্কার ২০০ ডলার
    • গল্প সংখ্যা ৪১ থেকে ৬০ হলে - প্রথম পুরস্কার ২০০ ডলার ও দ্বিতীয় পুরস্কার ১০০ ডলার
    • ৬১ থেকে ৬০ টি গল্প প্রতিযোগিতা করলে প্রথম পুরস্কার ২০০ ডলার ও দ্বিতীয় পুরস্কার ১০০ ডলার ও তৃতীয় পুরস্কার ৫০ ডলার। আর এভাবেই চলতে থাকবে. . 
  • শুধু অপ্রকাশিত এবং মৌলিক গল্প অংশগ্রহণের জন্য জমা দিতে হবে।
  • একজন একটার বেশি গল্প ফাঠাতে পারবেননা।
  • গল্প ওয়ার্ড ফাইল বা পিডিএফ ফাইল আকারে পাঠানো যাবে।
  • প্রত্যেক অংশগ্রহণকারীকে ইমেইলের মাধমে নির্বাচিত গল্প ও বিজয়ীর নাম জানিয়ে দেওয়া হবে। 
  • বিজয়ীদের টাকা পেপালের পাঠানো হবে।
  • প্রতিয়োগিতায় বিজয়ী প্রতিটি গল্পের প্রথম প্রকাশনা স্বত্ব Darling Axe কে দিতে হবে, তবে লেখকের কপি রাইট সংরক্ষিত থাকবে।
  • Darling Axe এ গল্প পাঠানোর অর্থ আপনি তাদের সকল নিয়মনীতি মেনে অংশ নিচ্ছেন।

গল্প পাঠানোর ঠিকানা:

Darling Axe এর First Page Challenge প্রতিযোগিতায় নির্দিষ্ট লিংকের মাধ্যমে পাঠাতে হবে অংশগ্রহণের জন্য গল্প।

গল্প পাঠানোর লিংক: Darling Axe প্রতিযোগিতা 
প্রতিটি এট্রির জন্য ৫ ডলার এন্ট্রি ফি জমা দিয়ে গল্প পাঠাতে হবে। 

আরও প্রতিযোগিতার খবর : রচনা প্রতিযোগিতা রেডিও কুইজ

Readers' Choice