Amphetamine Radio : A mood Changing Radio


Amphetamine Radio
Amphetamine Radio QSL
পাইরেট রেডিও জগতে আজকে আমরা আলোচনা করবো Amphetamine Radio নিয়ে। Amphetamine যা কিনা মূলত একটি ড্রাগ যাকে বলা হয় অনুভূতির পরিবর্তনকারী, আমাদের আজকের অ্যাম্ফিটামিন রেডিও- ও গানের মাধ্যমে আমাদের অনুভূতির পরিবর্তন করে থাকে। পাইরেট রেডিও এর জগতে অ্যাম্ফিটামিন রেডিও একটি জনপ্রিয় রেডিও হিসেবে পরিচিত।

পাইরেট বেতার  Amphetamine Radio


পাইরেট বেতারের শ্রোতারা সর্বপ্রথম ২০১৫ সালের গ্রীষ্ণে শর্টওয়েভ ডায়ালে প্রথম খুঁজে পান  Amphetamine Radioকে । সাধারণত ৬৯২৫ কিলোহার্জে আপার-সাইডব্যান্ডে  এর সম্প্রচারের কথা থাকলেও  অ্যাম্ফিটামিন রেডিও কখনো একটা ফ্রিকুয়েন্সিতে স্থির থাকে নি। তাই এই বেতারকে পাওয়া গিয়েছে ৬৯২৩ কি.হা. ও ৬৯২৪.৭  হি.হা এ (যা মূলত ৬৯২৫ এর অফসেট ফ্রিকুয়েন্সি)। শুধু তাই নয় অ্যাম্ফিটামিন রেডিও কখনো কখনো কখনো ব্যহার করেছে ৬৯৩০ কি.হা. বা ৬৯৫০ কি.হা অথবা ৬৯৫৫ কিলোহার্জও। 
সম্প্রচারের বিভিন্ন সময়ে অ্যাম্ফিটামিন রেডিও লোয়ার ফ্রিকুয়েন্সিও ব্যবহার করেছে। এই ব্যান্ডে পরীক্ষামূলক ভাবে বিভিন্ন সময়ে ব্যবহৃত হয়েছে  ৩৩৭৫ হি.হার্জ, ৪০৫০ কি.হা. ৪০৬০ কি.হার্জ আবার কখনো বা ৪০৬৫ কিলোহার্জ বা ৪০৮০ কিলোহার্জ। এছাড়ুাও নানান ফ্রিকুয়েন্সিতে পরীক্ষমূলক সম্প্রচার চালিয়েছে পাইরেট বেতার অ্যাম্ফিটামিন রেডিও।  
প্রাথমিকভাবে ৯০ মিটারব্যান্ডে অনুষ্ঠান প্রচার করে হয় ৩৩৭৫ কিলোহর্জে । ব্যহার করা হয় আপার সাইড ব্যান্ডমুড। এছাড়াও অ্যাম্ফিটামিন রেডিও এএম সম্প্রচার ও করে থাকে । অবশ্য এ.এম সম্প্রচারকে তারা "Amplitude Modulation"  না বলে, বলে, "Amphetamine Modulation” (এটাও তো এ.এম)। 
অ্যাম্ফিটামিন রেডিও প্রায়ই SSTV’র মাধ্যমে ছবি প্রচার করতো। তাদের সম্প্রচার তরঙ্গতেই এই ছবি প্রচার অন্য কয়েকটি পাইরেট রেডিও’র পাশাপাশি তাদেরকেও শীর্ষস্থানিয় সম্প্রচারক হিসেবে পরিচিত করে তোলে। SSTV হলো Slow Scan Television যার মাধ্যমে  Narrow Voice Channel ব্যবহার করে ছবি প্রচার করা যায়। এটি সাধারণত  HAM রেডিও অপারেটর ও পাইরেট রেডিও ব্যবহার করে থাকে। Amphetamine Radio, SSTV প্রচারের জন্য  Scottie 1 mode ব্যবহার করে।

অ্যাম্ফিটামিন রেডিও শ্রোতা সম্পর্ক


শ্রোতাদের আকর্ষণ করার জন্য সব ধরণের আয়োজন রাখতো অ্যাম্ফিটামিন রেডিও।  SSTV’র মাধ্যমে সাধারণ ছবির পাশাপাশি যৌন উত্তেজক ও ড্রাগ বিষয়ক  ছবিও প্রচার করা হয়। SSTV’র মাধ্যমে শ্রোতাদের অনুরোধও চালু করে অ্যাম্ফিটামিন রেডিও।  এই বেতার প্রায়ই অনুষ্ঠান ঘোষনার  ট্যাগলাইন হিসেবে ব্যবহার করে, "পিন-আপ পা্ইরেট রেডিও” বা “হাই স্পিড পাইরেট রেডিও”। আর দাবি করে ৪৩ মিচার ব্যান্ডে শ্রোতারা সব থেকে বেশি চিমটি কাটেন অ্যাম্ফিটামিন রেডিও তে। প্রায় সবসময়ই সাইন-অফ করার সময় অ্যাম্ফিটামিন রেডিও ব্যবহার করে আমেরিকার জাতীয় সংগীত। 

QSL Card অ্যাম্ফিটামিন রেডিও


সঠিক ও বিস্তারিত রিপোর্টের জন্য অ্যাম্ফিটামিন রেডিও  শ্রোতাদের পাঠায় আকর্ষণীয় QSL কার্ড। া এই লেখাতে যার কিছু নমূনা তুলে ধরা হলো। 

যোগাযোগ ঠিকানা

রিশেপসন রিপোর্ট বা অনুরোধ জানানোর জন্য অ্যাম্ফিটামিন রেডিও এর আছে ইমেইল ঠিকানা। যোগাযোগের জন্য EMAIL ঠিকানা ব্যবহার করা হয়। 


আরও পাউরেট রেডিও : Radio SylviaRadio City  | World Music Radio

Readers' Choice