Radio Sweden International এর Sweden Calling Dxers নামটা পুরোনো Dxerদের হৃদয়ে গাঁথা আছে।
১৯৪৮ সালে আরাম্ভ হওয়া সাপ্তাহিক এ Dx অনুষ্ঠান শুনতেন না, এমন Dxer পাওয়া কঠিন
ছিল। Arne Skoog, ৩০ বছর এর দায়িত্ব পালন করার পর দায়িত্ব নেন George Wood। ২০০১
সালে জনপ্রিয় এ অনুষ্ঠানটা বন্ধ হওয়ার আগে নাম বদলে MediaScan হয়েছিল।
Radio Sweden International, সুইডেনের
অ-বানিজ্যিক সরকারি সম্প্রচার সংস্থা Sveriges Radio এর একটি প্রতিষ্ঠান। যার জন্ম
১৯৩৮ সালে। অবশ্য Sveriges Radioএর প্রথম
বেতার সম্প্রচার আরও আগে সেই ১৯২৫ সালে AB Radiotjänst (Radio Service Ltd)
এর আত্মপ্রকাশের মাধমে। প্রসঙ্গত বলা দরকার এই AB Radiotjänst’ই ১৯৫৭ সালে
Sveriges Radio ধারণ করে।
রেডিও সুইডন
ইন্টারন্যাশনাল, শুধুমাত্র সুইডিস ভাষায় যাত্রা শুরু করলেও পরের বছরেই (১৯৩৯)
ইংরেজি ও জার্মান ভাষায় অনুষ্ঠান প্রচার শুরু করে। এরপর ধারাবাহিক ভাবে বাড়তে থাকে
ভাষার সংখ্যা। সম্প্রচার শুরু হয়, ফ্রেঞ্চ, পর্তুগিজ, রাশিয়ান ও স্প্যানিস ভাষায়।
শীতল যুদ্ধের শেষে শুধু সোভিয়েত ইউনিয়নই শেষ
হয়নি, শেষ হয়েছে রেডিও সুইডেন সহ বিশ্বের শীর্ষাস্থানীয় সকল বেতারের পথচলা। একে
একে ফ্রেঞ্চ, পর্তুগিজ ও স্প্যানিস ভাষা বন্ধ হলেও নতুন ভাষা হিসাবে সম্প্রচার
শুরু হয় এস্তোনিয়া ও লাতভিয়া ভাষার। ১৯৯০ সালে রেডিও সুইডেন, Sveriges Radioএর
সাথে একইভূত হয়। ফলে বাড়ে বিদেশী ভাষার সংখ্যাও, যুক্ত হয় ঊর্দূ ও কূর্দি ভাষা।
২০ অক্টোবর ২০১০, রেডিও
সুইডেন বন্ধ করে শর্ট্ওয়েভ পরিসেবা। তার আগে অবশ্য কয়েক বছরের জন্য (২০০৪-২০০৯)
চালু হয়েছি বেলারুশিয়ান ভাষায় অনুষ্ঠান। পুরোদমে চালু হয় ইন্টারনেট রেডিও। অবশ্য
ইংরেজি ভাষায় অনুষ্ঠান বাড়তে থাকে এফএম তরঙ্গে। ২০১৬এর শুরু থেকে ইংরেজি ভাষার ইন্টারনেট
সম্প্রচার দুই ধরণের। সোম থেকে শুক্র – প্রতিদিন ছোট্ট পরিশরে আর প্রতি
ব্রহস্পতিবার ৩০ মিনিটের সাপ্তাহিক অনুষ্ঠানে পরিনত হয়েছে। sverigesradio.se/radiosweden ঠিকানায় যেতে হবে রেডিও
সুইডেনের এই পডকাস্ট শোনার জন্য।
©
Md Ashik Eqbal (S21TS), Rajshahi, Bagladesh (1994-2019)