Saturday, June 20, 2020

নতুন সংগ্রহ Habong KK 269 21 Band Radio

Habong KK 269 21 Band Radio
Habong KK 269 21 Band Radio 

Habong KK 269 21 Band Radio ও Pobnze KK F169 একই কোম্পানির আলাদা দু’টো ব্রান্ড। চীনের এই Old Man রেডিওটা ফুল ব্যান্ড, পোর্টেবল সেমিকন্ডাক্টর রেডিও। এটি শুধু রেডিও নয় এটি MP3 মিউজিক প্লেয়ারও। সাথে উপরি পাওনা হাই পাওয়ার টর্চ লাইট। বলা হয় স্মার্ট ফোন রেডিও, ঘড়ি, টিভি, সিনেমা, ক্যালকুলেটর সব খেয়েছে। আর এই রেডিওটা খেয়েছে MP3 প্লেয়ার ও টর্চ লাইট।

Old Man Habong KK 269 21 Band Radio


ককসবাজারে রেড জোন এলাকায় (অবশ্য পুরো কক্সবাজার পৌরসভাই রেড জোন) ৬ তারিখ থেকে কঠোর এবং নিয়ন্ত্রিত দিন পার করছি। এমন দিনে আজ সকালে রেড-এক্স কুরিয়ার থেকে ফোন ‘আপনার প্যাকেজটি কোথায় ডেলিভারি নেবেন”। বাসায় নেব জানাতেই ধন্যবাদ দিয়ে কেটে দিল। ফলে জানতে পারলাম না প্যাকটের বিস্তারিত। ঘন্টা খানেক পর ডেলিভারিম্যান আমার হাতে ধরিয়ে দিয়ে গেল দু’টো Habong রেডিও। অবশ্য দু’টো দুই মডেলের। বিদেশি একটা অনলাইন শপে গত মার্চ  মাসে অর্ডার দিয়েছিলাম এই রেডিও দু’টোর। পাবোন ভেবে যখন টাকা ফেরত চাইব ভাবছি, তখন এই প্যাকেট হাতে পাওয়া মানে অন্য রকম ভালোলাগা। 
রেডিও দু’টো হাতে পেয়ে লেগে গেলাম এর আদ্যপান্ত বিশ্লেষনে। নাহ টাকা গুলো নষ্ট হয়নি। রেডিও দু’টো বেশ ভাল এবং শক্তিশালী। 
যারা রেডিও কিনবেন ভাবছেন তাদের জন্য আজকে Habong KK 269 রেডিওটার রিভিউ। 

নাম ও মডেল:

  • নাম: Habong KK 269 21 Band Radio Music Player
  • ধরণ: Full band rechargeable portable with card singing machine old man digital display portable semiconductor radio
  • মডেল: KK 269


রেডিও’র বিভিন্ন অংশ

Control Layout

Old Man রেডিও Habong KK 269 কিন্তু আমার এর আগের রিভিউ করা রেডিওগুলোর মত ছোট রেডিও নয়। এটা একটু মাঝারি মাপের এবং অবশ্যই MP3 মিউজিক প্লেয়ার হওয়ায় এর নব যত বেশি হওয়ার কথা তত কিন্তু নয়। এর কন্ট্রোল অপশন মাত্র ১৯ টা। ২১ ব্যান্ডের এই রেডিও’রি বিভিন্ন অংশগুলো নিচে ধারাবাহিকভাবে উল্লেখ করা হলো। 
  1. পাওয়ার অন-অফ ও স্লিপ টাইমার সুইচ (চেপে ধরে রাখলে অন ও অফ হবে, আর একবার করে চাপ দিলে স্লিপ টাইম ১৫, ৩০, ৪৫, ৬০,৯০ ও ১২০ মিনিট নির্ধারিত হবে)
  2. MP3 মিউজিক প্লেয়ার সুইচ (মেমোরি কার্ড ও পেন ড্রাইভ দু’টোর জন্যই। তাই এই দুটো এক সঙ্গে রেডিওতে লাগানো থাকলে আগে এটি মেমোরি কার্ড রিড করবে)
  3. ভলিউম কমানোর বোতাম 
  4. ভলিউম বাড়নোর বোতাম
  5. শর্টওয়েভ ব্যান্ড ১ থেকে ৯ সিলেকশন বোতম
  6. শর্টওয়েভ ব্যান্ড ১০ থেকে ১৮ সিলেকশন বোতম
  7. মিডিয়াম ওয়েভ  সিলেকশন বোতম
  8. এফএম ১ ও ২  সিলেকশন বোতম {প্রথম চাপে ১ এবং আবার চাপলে ২ নিবার্চিত হবে]
  9. নির্দিষ্ট শর্টওয়েভ ব্যান্ড নির্বাচন সুইচ। (ব্যান্ড ১-৯ কাজ করবে ৫ নম্বর বোতাম চাপলে আর ১০ থেকে ১৮ কাজ করবে ৬ নম্বর বোতাম চাপলে)

    ১০-১২ নম্বর বোতাম মিউজিক প্লেয়ারের জন্য
  10. পরের গান নির্বাচন বোতাম
  11. আগের গান নির্বাচন বোতাম
  12. নম্বর চেপে গান নির্বাচন বোতাম
  13. টর্চ লাইট জ্বালানোর সুইচ
  14. হেড ফোন জ্যাক
  15. টিউনিক নব 
  16. ডিসি পাওয়ার ইনপুট/ রেডিও চার্জার ইনপুট
  17. মেমোরি কার্ড স্লট
  18. পেন ড্রাইভ স্লট

ফ্রিকুয়েন্সি কভারেজ

Habong KK 269 রেডিওটা ওয়ার্ল্ডব্যান্ড শর্টওয়েভ কভারেজ দেয় সাথে দু’টো এফএম ব্যান্ডের মাধ্যমে ৮৭ মেগাহার্জ থেকে ১০৮ মেগাহার্জ কভার করে। মিডিয়াম ওয়েভের অনুষ্ঠান শোনা যাবে ৫২২ কিলোহর্জ  থেকে ১৬২০ কিলোহার্জ পর্যন্ত। নিচের স্মারণীতে বিস্তারিত ব্যান্ড কভারেজ উল্লেখ করা হলো।
ব্যান্ড সুইচ
ফ্রিকুয়েন্সি
মিডিয়াম ওয়েভ  (MW)
৫২ কি.হা. থেকে ১৬০ কি,হা


এফ.এম   (FM 1)
৮৭.০ মে.হা. থেকে ১০৮.০ মেগাহার্জ
এফ.এম  (FM 2)
.০ মে.হা. থেকে ৮.০ মেগাহার্জ


শর্টওয়েভ ১ (SW1)
.০৯ মে.হা. থেকে ৫.০৬ মে.হা.
শর্টওয়েভ ২ (SW2)
৫.৬০ মে.হা. থেকে ৬.০ মে.হা.
শর্টওয়েভ ৩ (SW3)
৬.০ মে.হা. থেকে ৭.০ মে.হা.
শর্টওয়েভ ৪ (SW4)
.০ মে.হা. থেকে .০ মে.হা.
শর্টওয়েভ ৫ (SW5)
.০ মে.হা. থেকে .০ মে.হা.
শর্টওয়েভ ৬ (SW6)
.০ মে.হা. থেকে ১০.০ মে.হা.
শর্টওয়েভ ৭ (SW7)
১০.০ মে.হা. থেকে ১১.০ মে.হা.
শর্টওয়েভ (SW8)
১১.০ মে.হা. থেকে ১২.০ মে.হা.
শর্টওয়েভ (SW9)
১২.০ মে.হা. থেকে ১৩.০ মে.হা.
শর্টওয়েভ ১ (SW10)
১৩.০ মে.হা. থেকে ১৪.০ মে.হা.
শর্টওয়েভ ১ (SW11)
১৪.০ মে.হা. থেকে ১৫.০ মে.হা.
শর্টওয়েভ ২ (SW12)
১৫.০ মে.হা. থেকে ১৬.০ মে.হা.
শর্টওয়েভ ৩ (SW13)
১৬.০ মে.হা. থেকে ১৭.০ মে.হা.
শর্টওয়েভ ৪ (SW14)
১৭.০ মে.হা. থেকে ১৮.০ মে.হা.
শর্টওয়েভ ৫ (SW15)
১৮.০ মে.হা. থেকে ১৯.০ মে.হা.
শর্টওয়েভ ৬ (SW16)
১৯.০ মে.হা. থেকে ২০.০ মে.হা.
শর্টওয়েভ ৭ (SW17)
২০.০ মে.হা. থেকে ২১.০ মে.হা.
শর্টওয়েভ ১৮ (SW18)
২১.০ মে.হা. থেকে ২২.০ মে.হা.

দেখাই যাচ্ছে ১৮টি ব্যান্ডে ভাগ করা থাকলেও রেডিওটা শর্টওয়েভ নিরবিচ্ছিন্ন ভাবে ৩.০৯ মে.হা থেকে ২২.২০ মে.হা. পর্যন্ত কভার করে।

আকার ও ওজন



  • আকার: ১৮৮ x ১৪০ x ৪৫ এমএম  [প্রস্থ, উচ্চতা ও পুরুত্ব]  
  • ওজন: ৪৫০ গ্রাম
  • তাপমাত্রা সহনশীলতা: -৫ ডিগ্রী থেকে ৪০ ডিগ্রী

সেনসিটিভিটি

২১ ব্যান্ডের Old Man রেডিও Habong KK 269 এর ডিসপ্লে  যথেষ্ট বড় এবং এর সেনসিটিভিটিও বেশ ভাল।

  • এফএম এ: <5 uV

  • মিডিয়াম ওয়েভে: <1 mV/m
  • শর্টওয়েভে : <50 uV

পাওয়ার ও ব্যাটারি


  • উটপুট :  ৩ ওয়াট
  • স্পিকার : ৯২ এমএম ডায়ামিটার
  • ইনপুট : ডিসি ৫.০ ভোল্ট (১ এ্যমপিয়ার)
  • কার্যকর ভোল্টেজ : ৩.৭ ভোল্ট/ ১২০০ mA) 
  • ব্যাটারি : একটা 
  • চার্জিং ভোল্টেজ: ডিসি ৫.০ ভোল্ট/ ৫০০ মিলি-অ্যাম্পিয়ার

 এমার্জেন্সি লাইট

এই রেডিও’র সাথে যুক্ত আছে অতি উজ্জ্বল লেড লাইট, যা রাতে টর্চ লাইট হিসাবে ব্যবহার করা যাবে। রেডিও’র হ্যান্ডেলের নিচের বোতামটাই (১৩ নং) এই লাইটের অন/অফ সুইচ

দাম কত

আকারে বেশ বড় হলেও এই Habong KK 269 এর দাম নাগালের মধ্যে। তবে এলাকা ভেদে এর দাম বিভিন্ন হয়। এমনকি অন-লাইনের বিভিন্ন স্টলেও দামের কম বেশী লক্ষ্য করা যায়। 

Ali express: US$ 25-30

Amazon dot Com: US$ 28 - 35

শুনেছি DARAZ BD তেও পাওয়া যায় এই রেডিও।

আমার আরও Tecsun R 909 | Rolton T50MKII |


Readers' Choice