Radio Batswana


Radio Batswana
Radio Batswana হলো Batswana এর সরকারী বেতার সম্প্রচার সংস্থা, যা দেশটির রাজধানী গ্যাবরহনী (Gaborone) থেকে নিয়ন্ত্রিত হয়


সোয়ানাদেশ

Botswana অর্থাৎ "সোয়ানাদেশ" আফ্রিকা মহাদেশের দক্ষিণাংশে অবস্থিত একটি স্থলবেষ্টিত রাষ্ট্র এটি ব্রিটেনের কাছ থেকে ১৯৬৬ সালে স্বাধীনতা লাভ করে স্বাধীনতার আগে দেশটির নাম ছিল বেচুয়ানাল্যান্ড বতসোয়ানার সংখ্যাগরিষ্ঠ সোয়ানা জাতির নাম থেকে দেশটির নাম এসেছে বতসোয়ানা একটি টেবিলভূমির উপর অবস্থিত একটি বিরাট অর্ধ-ঊষর মালভূমি এটি সমুদ্র সমতল থেকে ,১০০ মিটার গড় উচ্চতায় অবস্থিত এবং  এর জলবায়ু উপক্রান্তীয় এবং এটি প্রায় বৃক্ষহীন সাভানা তৃণভূমিতে আবৃত
হীরা অন্যান্য খনিজের খনিগুলি বতসোয়ানাকে আফ্রিকার অন্যতম ধনী দেশে পরিণত করেছে স্বাধীনতার পর থেকে দেশটি অর্থনৈতিক সমৃদ্ধির উচ্চ হার ধরে রেখেছে দেশের অধিকাংশ এলাকা শুষ্ক এবং কৃষিকাজের অনুপযোগী বতসোয়ানার মধ্য দক্ষিণ-পশ্চিমভাগের অধিকাংশ এলাকা জুড়ে কালাহারি মরুভূমি অবস্থিত স্বাধীনতার পর থেকে বতসোয়ানাতে একটি স্থিতিশীল গণতন্ত্র বিরাজমান একজন নির্বাচিত রাষ্ট্রপতি দেশ শাসন করেন গাবোরোন দেশের বৃহত্তম শহর রাজধানী ইংরেজি দেশের সরকারি ভাষা হলেও বেশির ভাগ লোক কোন না কোন বান্টু ভাষায় কথা বলে


Radio Batswana

Picture from Wiki
ব্রিটেনের কাছ থেকে ১৯৬৬ সালে স্বাধীনতা লাভ করার আগে থেকেই দেশটিতে বেতার সম্প্রচার চালু ছিল ১৯৬১ সোল থেকে Mafeking অবস্থিত ছোট্ট ট্রান্সমিটারের মাধ্যমে  প্রতিদিন কৃষি বিষয়কঅনুষ্ঠান একটি  ম্যাগাজিন অনুষ্ঠান প্রচারের মাধ্যমে বেতার কেন্দ্রটি জনপ্রিয়তা লাভ করে স্বাধীনতা লাভের পর এই দুটো অনুষ্ঠানকে একত্রিত করে বতসোয়ানা সরকার চালু করে Radio Bechuanaland  যা পরবর্তীতে Radio Botswana নাম ধারণ করে  ১৯৬৮ সালে দেশের রেডিও এবং প্রিন্ট মিডিয়া Ministry of Home Affairs থেকে  President  Office   স্থানান্তরিত হয়  টিক ১০বছর পর ১৯৭৮ সালে নতুন একটি বিভাগ তৈরা করে তথ্য পরিসেবা রেডিও বতসোয়ানাকে একত্রিত করা হয়
১৯৬৫ সালে Radio Bechuanaland, মাফেকিং থেকে মাত্র ৫০০ ওয়াট মিডিয়ামওয়েভ ট্রান্সমিটারের মাধ্যমে ঘন্টার অনুষ্ঠান প্রচার করতো (রবিবার ৩ঘন্টা) প্রচার করা হতো বিবিসি নিউজও স্বাধীনতার পর এটির আধুনিকায়ন করা হয় এবং এক কিলোওয়াট মিডিয়ামওয়েভ ট্রান্সমিটারের মাধ্যমে প্রতিদিন ১৮ঘন্টার অনুষ্ঠান সম্প্রচার শুরু করে ১৯৬৭ সালে ৯০মিটার ব্যান্ডে সেৎসোয়ানা ভাষায় অনুষ্ঠান চালু হয়
১৯৭০ সালে রেডিও বতসোয়ানা newsroom স্থাপনোর মাধ্যমে চারবার খবর প্রচার আরাম্ভ করে বর্তমানে অনলািইন রেডিওআপের মাধ্যম বতসোয়ানার এবং এর অনুষ্ঠান শোনা যায় বিশ্বের যে কোন প্রান্ত থেকে   

 রেডিও বতসোয়ানার সাথে যোগাযোগ ঠিকানা

The Director
The Department of Information and Broadcasting
Private Bag 0060
Gaborone
Botswana
Telephone: + 267 365 8000
Facsimile: + 267 564 416
Email: asesinyi@btv.gov.bw

 ©  Md Ashik Eqbal (S21TS), Rajshahi, Bagladesh (1994-2019) | DX-NET 

Readers' Choice