Congress Radio Calling

Congress Radio Calling
"This is the Congress Radio calling on (a wavelength of) 42.34 meters from somewhere in India." 
১৯৪২ সালের ১৪ই আগস্ট, ভারতবাসীর কানে ঈথারে ভেসে এলো নতুন এক বেতারের উপরের ঘোষনাটা। তখন ভারত ছাড়ো আন্দোলনে উত্তপ্ত সমগ্র ভারতবর্ষ । বাতাসে কান পাতলেই শোনা যায়, বৃটিশ রাজ ভারত ছাড়ো শ্লোগান । এরই মাঝে আন্দোলনের আগুনে ঘি ঢালতে জন্ম নেয় ভারতের ইতিহাসের প্রথম চোরাগোপ্তা বেতার কেন্দ্র Congress Radio। 

চোরাগোপ্তা বেতার Congress Radio calling

ভারত ছাড়ো আন্দোলনে ভারত তখন উত্তাল। বৃটিশ রাজ এই আন্দোলন থামাতে শুরু করেছে অত্যাচার। দেশীয় সংবাদ মাধ্যমও বৃটিশ সেন্সরের নাগপাশে বন্দি, ঠিক এমন সময় চোরাগোপ্তা বা আন্ডারগ্রাউন্ড বেতার কেন্দ্র Congress Radio, আন্দোলনে সঞ্চার করে সঞ্জিবণী শক্তি। বৃটিশ রাজ হন্যে হয়ে খুঁজতে থাকে এই বেতারের উৎসস্থল। বেতারের সম্পর্কে জানতেন এমন এক রেডিও  টেকনিশিয়ানের বিশ্বাসঘাতকতায় রেতারের নেপথ্যের শক্তি ঊষা মেহতা ধরা পরেন। চার বছরের কারাদন্ড হয় তাঁর।


Congress Radio এর  ইতিকথা

ভারত ছাড়ো আন্দোলন সূচনার সপ্তাহখানেক পর ঈথারে আত্মপ্রকাশ করে Congress Radio নামের চোরাগোপ্তা বেতার কেন্দ্র। বৃটিশ রাজের জজ হিসেবে কর্মরত পিতার আদরের ২২ বছরের মেয়ের হাতে জন্ম হয় এই বেতারের। 
ঊষা মেহতা, প্রথম শ্রেণীতে দর্শণ শাস্ত্রে স্নাতক শেষ করে সবে আইন নিয়ে পড়াশোনা শুরু  করেছেন, এমন সময় দেশে শুরু হয় ভারত ছাড়ো আন্দোলন। গান্ধীবাদী ঊষা নিজেকে আটকে রাখতে পারেননি। লেখাপড়া থেমে থাক, বাবাকে একথা বলে নিরুদ্দেশ হ’ন ঊষা। পনের দিন পর ঊষা ঈথারে হাজির হ’ন  "This is the Congress Radio calling on (a wavelength of) 42.34 meters from somewhere in India" ঘোষনার মাধ্যমে। 
গান্ধীবাদী প্রচারণা ও বৃটিশদের অন্যয় অত্যাচারের খবর নিয়ে ভারতবাসির কাছের বেতার হয়ে ওঠে Congress Radio। বৃটিশ সেনা দ্বারা ধর্ষণ হওয়া ভারতীয় নারীর খবর নিয়ে আত্মপ্রকাশ করা এই বেতার ঈথারে সচল ছিল মোট ৮৮ দিন। আর এই ৮৮ দিনের প্রতিটি শব্দ বৃটিশদের আতংকিত করে তোলে, বাধ্য হয় খুঁজে বের করতে এই বেতারের উৎসস্থল। 
প্রথমদিন থেকেই ঊষা কখনও একই স্থান থেকে রেডিও সম্প্রচার করেননি। প্রতিদিনই বদলেছেন প্রচার স্থান। ফলে তাকে খুঁজতে প্রতিদিনই রাজপথে ট্র্যাকিং ভান নিয়ে হাজির থাকতে হতো বৃটিশ সেনা ও টেকনিশিয়ানরা। 
৮৮ দিনের এই সম্প্রচারও নিরবিচ্ছিন্ন ছিলনা কংগ্রেস রেডিও’র।  প্রথম দফা আগস্ট ১৯৪২ এর পর দ্বিতীয় দফার সম্প্রচার হয় ফেব্রুয়ারি-মার্চ  ১৯৪৩ এ।  এ’দফার সম্প্রচার বন্ধ হয়  ৬ মার্চ ১৯৪৩ । তৃতীয় দফার অনুষ্ঠান প্রচার শুরু হয় ২৬ জানুয়ারি ১৯৪৪। এরপরপরই নিজের লোকের বিশ্বাসঘাতকতায় ধরা পড়েন ঊষা মেহতা। চিরদিনের জন্য স্তবদ্ধ হয়ে যায় ভারতীয় ইতিহাসের একমাত্র চোরাগোপ্তা বেতার Congress Radio। 
ভারত ছাড়ো আন্দোলনে স্বক্রিয় অংশ নেওয়ার যে মাধ্যম উষা মেহতা বেছে নিয়েছিলেন, আদতে তিনি এর কারিগরি বিষয়ে অভিজ্ঞ ছিলেননা। তাঁকে একাজে সাহায্য করেছিলেন, Vithalbhai Jhaveri, Chandrakant Jhaveri, Babubhai Thakkar এবং Nanka Motwani, (ইনি ছিলেন Chicago Radio এর কর্ণধার এবং ঊষা মেহতাকে বেতার সম্প্রচার যন্ত্র ও টেকনিশিয়ান দিয়ে সাহায্য করেছিলেন।

More Clandestine Radio - Radio Free Sarawak | La Voix de Djibouti 
  

Readers' Choice