World Music Radio

World Music Radio
World Music Radio
World Music Radio (WMR) একটি পাইরেট রেডিও হিসেবে ১৯৬৭ সালে সম্প্রচার আরাম্ভ করে। ১৯৭৩ সালের আগস্ট মাস পর্যন্ত চালূ থাকে এই সম্প্রচার ব্যবস্থা। ইউরোপের বেতার প্রেমীদের কাছে রবিবারের সকাল ছিল ৬২৫০ কিলোহার্জে এর জন্য বরাদ্দ। কারন এসময় প্রচারিত হতো WMR এর অনুষ্ঠান। 

World Music Radio এর পথচলা

আগেই বলেছি World Music Radio (WMR) ১৯৬৭ সালে প্রচার শুরু করে। কিন্তু এর সম্প্রচার নিরবিচ্ছিন্ন ছিলনা কোনদিনই।
WMR বৈধভাবে সম্প্রচার শুরু করে ১৯৮০ সালে। রেডিও এ্যনডোরার ট্রন্সমিটার ব্যবহার করে ৬২১৯ কিলোহার্জে প্রতি রবিবার প্রচারিত হতে থাকে WMR এর অনুষ্ঠান।
১৯৮১ সালে রেডিও এ্যনডোরা বেতার সম্প্রচার বন্ধ করে দিলে WMR কে আবারও খুজঁতে হয় বিকল্প।
Radio Dublin এর ৬৯১০ কিলোহার্জে  রিলে হতে থাকে WMR: ১৯৮৮ সালে সংক্ষিপ্ত ভাবে Radio Milano International (Italian Radio Relay Service)  এর ৭১৬০ কিলোহার্জে মিলান থেকে রিলে হতে থাকে WMR এর অনুষ্ঠান।
বেতার  প্রেমীদের হতাস করে ১৯৯৭ সাল পর্যন্ত WMR তাদের অনুষ্ঠান প্রচান বন্ধ রাখে। 
দক্ষিন আফ্রিকার মেয়ারটনের শক্তিশালী প্রেরণ যন্ত্রের সাহায্যে আর্ন্তজাতিক পরিসরে ফিরে আসে WMR। ১৯৯৭ সালের এ ফিরে আসা আর্ন্তজাতিক হলেও মূল লক্ষ্য ছিল আফ্রিকার শ্রোতাসমাজ। অনুষ্ঠান প্রচারিত হতে থাকে ৩৩৪৫ ও ৬২৯০ হিলোহার্জে। 
২০০০ সালে WMR ডেনমার্কে রেতার সম্প্রচারের অনুমোদন লাভ করে। 
২০০৪ সালে নিজস্ব প্রেরণযন্ত্রের সাহায্যে পরীক্ষামূলক সম্প্রচার আরাম্ভ করে। এর জন্য ব্যবহার করা হয় ৫৮১৫ কি,হা, (প্রেরণক্ষমতা ৬ কিলোওয়াট) এবং ১৫৮১০ কি.হা. (প্রেরণক্ষমতা ৫০০ ওয়াট)। আনন্দ উদ্দিপনার সাথে নিয়মিত সম্প্রচার শুরু হলেও তা আটকে যায়। পর্যাপ্ত বিজ্ঞাপন না পাওয়ার কারনে ২০০৫ সালে বন্ধ হয়ে যায় WMRএর অনুষ্ঠান। 
WMR এর ট্রান্সমিটার সীমিত সময়ের জন্য ২০০৭ ও ২০০৭ সালে ব্যবহার করে Free Radio Service Holland এবং Radio Spaceshuttle । জানুয়ারি ২০১৮ World Music Radio (WMR) আবারও শর্ট ওয়েভে ফিরে আসে। ডেনমার্কের ভাড়া করা ১০০ ওয়াট প্রেরণযন্ত্রের  সাহায্যে ৫৮৪০ কিলোহার্জে শোনা যায় WMR এর অনুষ্ঠান। 
ডিসেম্বর ২০১৮তে নিজস্ব প্রেরণযন্ত্রের ক্ষমতা ৫০০ ওয়াট থেকে ২০০ ওয়াটে কমিয়ে WMR আবারও সম্প্রচার শুরু করে। ১৫ই সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত এই দুই ফ্রিকুয়েন্সিতেই শোনা যেত WMR এর অনুষ্ঠান এর পর আবারও নিরবতা। 
বর্তমানের World Music Radio
২০২০ সালের ইস্টারের সময় WMR পূনরায় তাদের সম্প্রচার চালু করে। বর্তমানে WMR শোনা যায় ইন্টারনেটে। ওয়েব ঠিকানা : WMR অনলাইন।  

আরও পাইরেট রেডিও :  Radio Sylvia

Readers' Choice