আমার সংগ্রহের সর্বশেষ (এখন পর্যন্ত) Tecsun ব্রান্ডের রেডিও হলো এই Tecsun PL 600 Double Conversion World Receiver ’টা। চমৎকার এই রেডিওটা অতি সম্প্রতি অনলাইন শপ থেকে কিনেছি। বলার অপেক্ষা রাখেনা আমার Habong KK 269 21 Band Radio টার সমান আকারের রেডিও হলেও এর কার্যক্ষমতা ওটার থেকে অনেক বেশী। রেডিওটা চীনে উৎপাদন করা হলেও এটা রেডিওজ অস্ট্রেলিয়া’র বাজারজাত করা, ছিমছাম ও পরিপাটি একটা ডিজিটাল রিড-আউট পোর্টেবল রেডিও ।