Saturday, December 5, 2020

কেমন হবে RK Super 908 World Receiver

RK Super 908 World Receiver
VOV Spectators' Association এর ৭ম বর্ষপূর্তী কুইজের উপহারের জন্য তিনটে ওয়ার্ল্ড ব্যান্ড রেডিও দরকার। বাজার ঘুরে মাথা খারাপ অবস্থা, এমন সময় পেয়ে গেলাম RK Super 908 World Receiver টা। রেডিওটা প্রথম দেখাতেই পছন্দ হয়ে যায়। কিন্তু কপাল খারাপ দোকানদার দু’টো দিতে পারবেন, তিনটে নয়। উপায়. .! ফোন করলাম VOV-SAB এর কুইজ সমন্বয়কারীকে। শুনে ভালো লাগল, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের জন্য দেওয়া হচ্ছে Sonnra SN-1315 UAT রেডিও। অতএব পুরস্কারের জন্য একটা আর আমার জন্য একটা হলেই চলবে। দোকানদারও হাসিমুখে আমার হাতে তুলে দিলেন RK Super 908 এর দু’টো প্যাকেট। 

RK Super 908 World Receiver এর বৃত্তান্ত 

হাতে নিয়ে দেখলাম রেডিওটা বেশ বড়। সবচেয়ে পছন্দের বিষয় হলো, এর ডায়াল স্কেলটা বড় এবং টিউনিং নবটাও বড়। ফলে বেতার কেন্দ্র টিউন করতে সুবিধা পাওয়া যাবে। আর হ্যাঁ এই রেডিও চালাতে কোন আলাদা ব্যাটারি কিনতে হবেনা। তাহলে দেখে নেওয়া যাক এই রেডিও’র খুটিনাটি বিষয়গুলো।

নাম ও মডেল

নাম:        RK Super 908 - 9 Band Radio
মডেল:   RK Super 908
ধরণ:      AC/DC 9 Band Radio with USB/SD Player

রেডিও’র বিভিন্ন অংশ

আগেই বলেছি, রেডিওটা একটু বড় এবং এর ডায়াল স্কেলটাও বড়। সেই সাথে এটা আবার MP3 Player ও বটে। সুতরাং এর নানা ধরণের সুইচ ও নব রয়েছে। শুরুতেই তাই এগুলোর বিষয়ে জেনে নেওয়া যাক।

উপরের ছবিতে RK Super 908 রেডিও’র বিভিন্ন কন্ট্রোল ইউনিট ও নবের অবস্থান দেখানো হলো্
বিভিন্ন কন্ট্রোল নব
  1. Charger LED Light

  2. Lamp Switch
  3. USP Port
  4. SD/MMC Slot
  5. USB/SD Working Indicator
  6. Headphone Jack
  7. Aux. In Jack
  8. Speaker 
  9. Frequency Pointer
  10. Dial Scale
  11. MP3 Play/Pause
  12. MP3 Next/ F.Fwd
  13. MP3 Previous/rewind
  14. Repeat (MP3)
  15. Function Switch
  16. Telescopic Antenna
  17. Lamp
  18. A/C Socket
  19. Battery Box
  20. Tunning Knob
  21. Volume Knob (On/Off Switch)
  22. D.C Socket

ফ্রিকুয়েন্সি কভারেজ

রেডিওটা ওয়ার্ল্ড রিসিভার হলেও শর্টওয়েভ কভারেজ ৫৯৫০ কিলোহার্জ থেকে ১৫৬০০ কিলোহার্জ পর্যন্ত। অর্থাৎ এটি শর্টওয়েভ-এর প্রায় পুরোটা কভার করে। এছাড়াও আছে মিডিয়াম ওয়েভ ও এফএম কভারেজ। নিচের টেবিলে সম্পূর্ণ কভারেজ দেখানো হলো-

Frequency Coverage

MW

525 to 1605    KHz     

FM  

87 to 108.5     MHz

SW1 

5.95 to 6.20    MHz

SW2

7.10 to 7.30    MHz

SW3

9.50 to 9.90    MHz

SW4

11.65 to 12.05 MHz

SW5

13.60 to 13.80 MHz

SW6

15.10 to 15.60 MHz

আকার ও ওজন

রেডিওটা পের্টেবলতাই এটি মাঝারি ধরণের রেডিও।
আকার: ১৭০ x ১২০ x  ৫ এমএম)  [প্রস্থউচ্চতা ও পুরুত্ব]
ওজন: ৩৫০ গ্রাম  
তাপমাত্রা সহনশীলতা: -৫ ডিগ্রী থেকে ৪০ ডিগ্রী

সেনসিটিভিটি 

RK Super 908 রেডিওটা এ্যনালগ রিড-আউট হলেও এর সেনসিটিভিটি বেশ ভাল। 
MW (মিডিয়াম ওয়েভে) :  ≤ 3mV/m
FM (এফএম) :   ≤ 22dB
SW (শর্টওয়েভ):   ≤ 40dB
স্পিকার:  Φ57mm/4Ω/0.25W
পাওয়ার  আউটপুট :   ≥100mW
ইনপুট ভোল্টেজ : ডিসি ৫.০ ভোল্ট (১ এ্যমপিয়ার) 
কার্যকর ভোল্টেজ : ডিসি ৩.৭ ভোল্ট/ ৮০০ mA লিথিয়াম ব্যাটারি 
ব্যাটারি : AA (1.5v)  ব্যাটারি দু’টো  
চার্জিং ভোল্টেজ: ডিসি ৫.০ ভোল্ট/ ৫০০ মিলি-অ্যাম্পিয়ার
এই রেডিও সাথে বিল্ড-ইন ব্যাটারি সংযুক্ত আছে, যা শুধু মাত্র চার্জারের মাধ্যম চার্জ দিলেই চলবে। তবে ব্যাক-আপ হিসাবে ব্যাটি চেম্বারও আছে।

মিউজিক প্লেয়ার


বলা বাহুল্য এটা শুধু রেডিও নয় এটাতে পেন-ড্রাইভ
, মেমোরি কার্ড থেকে শোনা যাবে MP3 গানও। গান শোনার জন্য রেডিও’র উপরে থাকা TF Card Slot / USB Port এ পেন-ড্রাইভ বা  মেমোরি কার্ড ঢোকানোর পর ফাংশান সুইচটা (ডায়াল স্কেলের নিচের) একদম বামে USB/SD তে রাখতে হবে। সংক্রিয়ভাবে মিউজিক প্লেয়ার গান খুঁজে পাবে। গান শোনার জন্য প্লে বোতাম চাপতে হবে। মনে রাখা দরকার পেন-ড্রাইভ বা  মেমোরি কার্ড একসঙ্গে লাগাবেন না। 
এই রেডিও তে মোবাইল ফোন থেকে বা অন্য কোন উৎস থেকে Aux. Cable এর মাধ্যমেও গান শোনা যাবে।

এমার্জেন্সি লাইট

এই রেডিও’র সাথে যুক্ত আছে অতি উজ্জ্বল ৪ লেডের লেড লাইট, যা রাতে এমার্জেন্সি লাইট হিসাবে ব্যবহার করা যাবে। মিউজিক প্লেয়ার অংশের ডান দিকের বোতামটাই এই লাইটের অন/অফ সুইচ।

দাম কত

RK Super 908 এর দাম খুব কম। রেডিও বিক্রি হয় এমন দোকানে এটা পাওয়া যাবে। তবে এলাকা ভেদে এর দাম বিভিন্ন হয়। এমনকি অন-লাইনের বিভিন্ন স্টলেও পাওয়া যাচ্ছে এই রেডিও। তবে দামের কম বেশী লক্ষ্য করা যায়। যেমন দারাজে ১০৩০ টাকা থেকে ১৪০০ টাকা (কুরিয়ার চার্জ  যুক্ত হবে)।  আমি এটা মাত্র ৮৫০ টাকায় সংগ্রহ করেছি।  

আমার আরও রেডিও রিভিউ : Tecsun R 909 | Rolton T50MKII | DENGEN DE 13 | Tecsun Radio


Readers' Choice