Tuesday, May 26, 2020

আমার TECSUN R-909 World Band Receiver

TECSUN R-909 World Band Receiver
TECSUN R-909 World Band Receiver
TECSUN R-909 World Band Receiver টা আমার প্রথম কোন TECSUN রেডিও। গত বছর বালী (ইন্দোনেশিয়া) থেকে ফেরার পথে যে তিনটে রেডিও সংগ্রহ করেছিলাম, তার মধ্যে একটা হলো এই TECSUN R-909। রেডিওটা চীনে উৎপাদন করা হলেও এটা রেডিওজ অস্ট্রেলিয়া’র বাজারজাত করা। ছিমছাম ও পরিপাটি একটা অনালগ রিড-আউট রেডিও বললেই আমার মনে TECSUN R-909 এর ছবি ভেষে ওঠে।


TECSUN R-909 World Band Receiver: 9 Bands Portable Radio


হাতের তালুতে রেথে বেশ আরামের সাথেই অনেক্ষণ শোনার মত একটা পের্টেবল রেডিও এই TECSUN R-909 রেডিওটা। তবে এটা আমার Rolton T50MKII এর মতো বিশ্বের সব দেশে ব্যবহার করা যাবে না। এটার এফএম ও মিডিয়াম ওয়েভ ব্যান্ড শুধুমাত্র এশিয়া, ইউরোপ ও অস্ট্রেলিয়ায় ব্যবহার করা যাবে। রেডিওটার টেকনিক্যাল দিকগুলো ধারাবাহিক ভাবে আলোচনা করা হলো। 

নাম ও মডেল

  • নাম: TECSUN
  • মডেল: R-909
  • ধরণ: World Band Portable Radio

 রেডিও’র বিভিন্ন অংশ

TECSUN R-909 রেডিও’র পরিচিতি তুলে ধরার আগে জেনে নেওয়া যাক এর বিভিন্ন অংশগুলো। নিচের ছবিতে এই রেডিও’র ‍কন্ট্রোল লে-আউট দেখানো হলো।
Control Layout
  1. এন্টেনা (Telescopic Rod): প্রায় ২২ ইঞ্চি লম্বা এই এ্যন্টেনা এফএম ও শর্টওয়েভ অনুষ্ঠান শোনার জন্য(৩৬০ রোটিং এ্যন্টিনা)।
  2. ব্যান্ড নির্বাচন সুইচ: মিডিয়াম ও শর্টওয়েভ ব্যান্ড নির্বাচনের জন্য এই সুইচ। এখানে আটটা পয়েন্ট আছে যার প্রথমটা মিডিয়াম ওয়েভের জন্য আর ২ থেকে ৮ নম্বরটা শর্টওয়েভ ১ থেকে ৭ ব্যান্ডের জন্য। (বিস্তারিত ব্যান্ডের জন্য ফ্রিকুয়েন্সি কভারেজ দেখুন)। বলা দরকার এটি কার্যকর করার জন্য প্রথমে ৭ নম্বর বোতামে চাপ দিতে হবে।   
  3. টিউনিক নব: নির্দিস্ট ব্যান্ডের ফ্রিকুয়েন্সি টিউন করার জন্য এই নব।
  4. ধরার ফিতে: বহণ করা বা রেডিও’র নিরাপত্তার জন্য এই ফিতে।
  5. মিটার/ফ্রিকুয়েন্সি স্কেল: সকল ব্যান্ডের ফ্রিকুয়েন্সি তালিকা স্কেল।
  6. এফএম বোতামঃ এফএম বেতারের অনূষ্ঠান শোনার জন্য এই বোতাম চাপতে হবে।
  7. মিডিয়াম ও শর্টওয়েভ বোতাম
  8. ডিএক্স/লোকার সুইচ: অনুষ্ঠানের শ্রবণ মান বাড়াতে বা দূরবর্তী বেতারের অনুষ্ঠান শুনতে এই বোতামকে ডি-এক্স অবস্থানে রাখতে হবে।
  9. ব্যাটারি কক্ষ: দুইটি AA সাইজের ব্যাটারি রাখার জায়গা।
  10. এয়ারফোন সকেট
  11. D/C পাওয়ার ইনপুট সকেট
  12. পাওয়ার অন/অফ ও ভলিওম কন্ট্রোল

ফ্রিকুয়েন্সি কভারেজ

TECSUN R-909 World Band Receiver এর মোট ব্যান্ড সুইচ  ৯টা তাই এটাকে নাইন ব্যান্ড রেডিও ও বলা হয়। নিচের তালিকায় এর বিস্তারিত ফ্রিকুয়েন্সি কভারেজ দেখানো হলো।
  
ব্যান্ড সুইচ
ফ্রিকুয়েন্সি
এফ.এম (FM)
৮৭.০ মে.হা. থেকে ১০৮.০ মেগাহার্জ
মিডিয়াম ওয়েভ  (MW)
৫২৫ কি.হা. থেকে ১৬১০ কি,হা
শর্টওয়েভ ১ (SW1<49m>)
৫.৮০ মে.হা. থেকে ৬.৪০ মে.হা.
শর্টওয়েভ ২ (SW2<41m>)
৬.৯০ মে.হা. থেকে ৭.৫০ মে.হা.
শর্টওয়েভ ৩ (SW3<31m>)
৯.৪০ মে.হা. থেকে ১০.০০ মে.হা.
শর্টওয়েভ ৪ (SW4<25m>)
১১.৬৫ মে.হা. থেকে ১২.১৫ মে.হা.
শর্টওয়েভ ৫ (SW5<19m>)
১৫.০০ মে.হা. থেকে ১৫.৬৫ মে.হা.
শর্টওয়েভ ৬ (SW6<16m>)
১৭.৫২ মে.হা. থেকে ১৮.১২ মে.হা.
শর্টওয়েভ ৭ (SW7<13m>)
২১.১৫ মে.হা. থেকে ২১.৯৫ মে.হা.

আকার ও ওজন

রেডিওটা ছোট এবং পের্টেবল, তাই এর আকার ও বেশ ছোট।
  • আকার: ৫.০” X ৩.০” X ১.১” (১২৮ x ৭৮ x ২৮ এমএম)  [প্রস্থ, উচ্চতা ও পুরুত্ব]
  • ওজন: ২২৮ গ্রাম
  • তাপমাত্রা সহনশীলতা: -৫ ডিগ্রী থেকে ৪০ ডিগ্রী

সেনসিটিভিটি

আকারে ছোট হলেও TECSUN R-909 এর Sensitivity ও Fidelity  বেশ ভাল।
  • এফএম এ: <5 uV
  • মিডিয়াম ওয়েভে: <1 mV/m
  • শর্টওয়েভে : <50 uV

পাওয়ার ও ব্যাটারি

  • আউটপুট :  ৩ ওয়াট
  • ইনপুট ভোল্টেজ : ডিসি ৫.০ ভোল্ট (১ এ্যমপিয়ার)
  • কার্যকর ভোল্টেজ : ডিসি ৩.৭ ভোল্ট
  • ব্যাটারি : AA ব্যাটারি দু’টো
  • চার্জিং ভোল্টেজ: ডিসি ৫.০ ভোল্ট/ ৫০০ মিলি-অ্যাম্পিয়ার

দাম কত

TECSUN R-909 World Band Receiver এর দাম খুব বেশী নয়। তবে এলাকা ভেদে এর দাম বিভিন্ন হয়। এমনকি অন-লাইনের বিভিন্ন স্টলেও দামের কম বেশী লক্ষ্য করা যায়। 
  • Ali express: US$ 17-20
  • Amazon dot Com: US$ 17-22
  • শুনেছি DARAZ BD তেও পাওয়া যায় এই রেডিও।


আমার আরও রেডিও এর রিভিউ আমার রেডিও

Readers' Choice