Thursday, May 14, 2020

Rolton T50 MKII আমার ছোট্ট রেডিও

Rolton T50 MKII
Rolton T50 MKII 

Rolton T50 MKII মূলত একটি ছোট্ট রেডিও। Rolton T50‘র অন্য মডেলের থেকে এর সামান্য পার্থক্য রয়েছে। গত বছরের নভেম্বরে এই মডেলের দু’টো রেডিও আমার সংগ্রহে আসে। নানা ব্যস্ততায় সে গুলো ব্যবহার করা হয়নি। এই একমাস লক্ডাউন থাকায়, রেডিও’র সাথে আবারও মিতালি শুরু হওয়ায় চালু করা সম্ভব হলে এই মডেলের দু’টো রেডিওই। 

Rolton T50 MKII রেডিও


আগেই বলেছি Rolton T50 MKII রেডিও একটা ছোট্ট এবং স্টাইলিশ রেডিও। দেখতে খুব আকর্ষনীয় এই রেডিওতে এফএম, মিডিয়াম ওয়েভ ও শর্টওয়েভ সব কিছুই শোনা যাবে। লাল, সোনালী ও নীল রংয়ের এই রেডিও;র সাথে কোম্পানির তরফ থেকে দেওয়া হয় রিচার্জেবল ব্যাটারিও। এফএম ব্যান্ড আছে দু’টো ফলে বিশ্বের সব জায়গায় এটি ব্যবহার করা যায়।

রেডিও’র বিস্তারিত বৈশিষ্ট্য

স্টাইলিশ রেডিও Rolton T50 তিন ব্যান্ডের ছোট্ট বেতার যন্ত্র। এতে একাধিক স্পিকার থাকায় সাউন্ড খুব ভালো এবং ডিজিটাল মানের হয়। আামর সংগ্রহের দু’টোর রং লাল ও সোনালী। রেডিওটা এতই পছন্দ হয়েছে যে, নীল মডেলটাও যে কোন সময়ে সংগ্রহ করে নেব। রেডিওটার টেকনিক্যাল দিকগুলো নিচে ধারাবাহিক ভাবে আলোচনা করা হলো। 

নাম ও মডেল

  • নাম: Rolton
  • মডেল: T50 MKII
  • ধরণ : পোর্টেবল স্পিকার রেডিও

ফ্রিকুয়েন্সি কভারেজ

Rolton T50 সিরিজের MKII মডেলের প্রধান সুবিধা হলো এটা ওর্য়াল্ডব্যান্ড, ফলে এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া ছাড়াও এটি আমেরিকা সহ বিশ্বের অন্য যে কোন স্থানে ব্যবহার করা যাবে। কারন এর এফএম ও মিডয়াম ওয়েভ এই দুই ব্যান্ডেই আছে পূর্ণ কভারেজ। আর শর্টওয়েভ এর জন্য ভাগ করা আছে আটটি ব্যান্ড। নিচের ছকে বিস্তারিত ব্যান্ড উল্লেখ করা হলোঃ

মডুলেশন
ব্যান্ড সুইচ
ফ্রিকুয়েন্সি (মে.হা,)
এফএম
এফ – ০১
৬৪.০ মে.হা থেকে ৯৬.০ মে.হা.
এফ – ০২
৮৭.৫ মে.হা থেকে ১০৮.০ মে.হা.

মিডিয়াম ওয়েভ
এ – ০১
৫২২ কি.হা. থেকে ১৬২০ কি.হা.
এ – ০১
৫৩১ কি.হা. থেকে ১৭০১ কি.হা.

শর্টওয়েভ
এস - 0১
৫.৬০০ মে.হা থেকে ৬.৪০০ মে.হা.
এস - 0২
৬.৮০০ মে.হা থেকে ৭.৬০০ মে.হা.
এস - 0৩
৯.২০০ মে.হা থেকে ১০.০০ মে.হা.
এস - 0৪
১১.৪৫ মে.হা থেকে ১২.২৫ মে.হা.
এস - 0৫
১৩.৪০ মে.হা থেকে ১৪.২০ মে.হা.
এস - 0৬
১৫.০০ মে.হা থেকে ১৫.৯০ মে.হা.
এস - 0৭
১৭.১০ মে.হা থেকে ১৮.০০ মে.হা.
এস - 0৮
২১.২০ মে.হা থেকে ২২.০০ মে.হা.

আকার ও ওজন

এটা খুব হালকা ও ছোট রেডিও। এর আকার ওজন ও তাপমাত্রা সহনশীলতা হলো-
  • আকার: ১৩২ এমএম X ২৯.৫এমএম X ৬৬ এমএম (প্রস্থ্য, পুরুত্ব ও উচ্চতা)
  • ওজন: ১৭৫ গ্রাম (নীট)
  • তাপমাত্রা সহনশীলতা: -৫ ডিগ্রী থেকে ৪০ ডিগ্রী


পাওয়ার ও ব্যাটারি

  • আউটপুট :  ৩ ওয়াট
  • ইনপুট  ভোল্টেজ : ডিসি ৫.০ ভোল্ট (১ এ্যমপিয়ার)
  • কার্যকর ভোল্টেজ : ডিসি ৩.৭ ভোল্ট
  • ব্যাটারি : ১৫০০ mAH (রিচোর্জেবল)
  • চার্জিং ভোল্টেজ: ডিসি ৫.০ ভোল্ট/ ৫০০ মিলি-এ্যমপিয়ার.

অন্যান্য কারিগরি তথ্য

  • Distortion: 1% (3.7 V, 1 kHz, 1 W)
  • Impedance :  4 W
  • Audio Format: MP3/WAV 
  • Display: LED

দাম কত:

Rolton T50 MKII রেডিও’র দাম খুব বেশী নয়। তবে এলাকা ভেদে এর দাম বিভিন্ন হয়। এমনকি অন-লাইনের বিভিন্ন স্টলেও দামের কম বেশী লক্ষ্য করা যায়। 
Ali express : US$ 15
Amazon dot Com: US$ 16
শুনেছি DARAZ BD তেও পাওয়া যায় এই রেডিও।

আমার সংগ্রহের আরও রেডিও : DEZEN DE13 | Tecsun R 909 | Other Radio

Readers' Choice