অতি সম্প্রতি Voice of Vietnam এর বাংলাদেশের প্রধান শ্রোতা সংগঠন VOV Spectators' Association Bangladesh আয়োজন করেছে তাদের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী কুইজ প্রতিযোগিতা। সেখানে উপহার হিসেবে দেওয়া হচ্ছে দু’টো Sonnra SN-1315 UAT রেডিও। নামটা শোনার পর থেকেই রেডিওটার ব্যাপারে আগ্রহী হয়ে উঠি। বাজারে এমনিতেই রেডিও সেটের অভাব। দোকানে রেডিও চাইলে দোকানদার মুখের দিকে বোকার মত তাকিয়ে থাকে। সেখানে এই রেডিওটা কিভাবে পাবো। শেষ পর্যন্ত পেলাম। আর তাই VOV SAB এর আয়োজন করা কুইজের বিজয়ী যেন রেডিওটা ভালো ভাবে ব্যবহার করতে পারে সেটা ভেবেই এখানে রিভ্যিউ করা।
Sonnra SN-1315 UAT রেডিওটা কেমন?
চায়না রেডিও Sonnra এর নাম আগে শুনিনি তাই ভরসা গুগোল-এ। হতাশ হলাম না ইউটিউবে েএকটা রিভ্যিউ পেলাম তবে তা SN-1313 এর। শেষ পর্যন্ত কিনেই ফেললাম অনলাইন মার্কেট থেকে। এখন দেখা যাক, রেডিও হিসেবে Sonnra SN-1315 UAT কেমন।
নাম ও মডেল
- নাম: SONNRA
- মডেল: SN-1315 UAT
- ধরণ : 7 Band World Receiver with Music Player
রেডিও’র বিভিন্ন অংশ
রেডিওটার বিস্তারিত আলোচনার আগে প্রথাগত ভাবে জেনে নেওয়া যাক, এর বিভিন্ন অংশের পরিচিতি।Sonnra SN-1315 রেডিও’র কন্ট্রোল লে-আউট নিচের ছবিতে দেখানো হলো।
|
TF Card Slot USB PortMusic Play Indicating Light Play/Pause Button Next/Fast Fwd. Button Previous/Review Button Telescopic Rod Antenna (6 Segment 15 cm) |
Speaker Function Switch (Band Selection Switch) Large Dial Scale
|
|
|
5V IN Charging Port (DC In Jack) Tuning Control Volume Control Earphone Jack |
ফ্রিকুয়েন্সি কভারেজ
রেডিওটা ওয়ার্ল্ড রিসিভার হলেও শর্টওয়েভ কভারেজ ৬৬০০ কিলোহার্জ থেকে ১৫৯০০ কিলোহার্জ পর্যন্ত। অর্থাৎ এটি শর্টওয়েভ-এর প্রায় পুরোটা কভার করে। এছাড়াও আছে মিডিয়াম ওয়েভ ও এফএম কভারেজ। নিচের টেবিলে সম্পূর্ণ কভারেজ দেখানো হলো
এফ
এম |
৮৭.৫
মে.হা. – ১০৮ মে.গা. |
মিডিয়াম
ওয়েভ |
৫২০ কি.হা – ১৭৩০ কি.হা. |
SW
1 |
৬৬০০ কি.হা. – ৮০০০ কি.হা. |
SW
2 |
৮৫০০
কি.হা. – ১০০০০ কি.হা. |
SW
3 |
১১০০০ কি.হা. – ১২৫০০
কি.হা. |
SW
4 |
১৩০০০
কি.হা. – ১৪৫০০ কি.হা. |
SW
5 |
১৪৬০০ কি.হা. – ১৫৯০০
কি.হা. |
আকার ও ওজন
রেডিওটা পের্টেবল, তাই এটি মাঝারি ধরণের রেডিও।
- আকার: ১৫০ x ১০০ x ৪৫ এমএম) [প্রস্থ, উচ্চতা ও পুরুত্ব]
- ওজন: ৩৩০ গ্রাম
- তাপমাত্রা সহনশীলতা: -৫ ডিগ্রী থেকে ৪০ ডিগ্রী
সেনসিটিভিটি
Sonnra SN-1315 রেডিওটা এ্যনালগ রিড-আউট হলেও এর সেনসিটিভিটি বেশ ভাল।
- এফএম এ: <5 uV
- মিডিয়াম ওয়েভে: <1 mV/m
- শর্টওয়েভে : <50 uV
পাওয়ার
- আউটপুট : ৩ ওয়াট
- ইনপুট ভোল্টেজ : ডিসি ৫.০ ভোল্ট (১ এ্যমপিয়ার)
- কার্যকর ভোল্টেজ : ডিসি ৩.৭ ভোল্ট/ ৮০০ mA লিথিয়াম ব্যাটারি
- ব্যাটারি : UM-1 ব্যাটারি দু’টো
- চার্জিং ভোল্টেজ: ডিসি ৫.০ ভোল্ট/ ৫০০ মিলি-অ্যাম্পিয়ার
মিউজিক প্লেয়ার
বলা বাহুল্য এটা শুধু রেডিও নয় এটাতে পেন-ড্রাইভ, মেমোরি কার্ড থেকে শোনা যাবে MP3 গানও। গান শোনার জন্য রেডিও’র উপরে থাকা TF Card Slot / USB Port এ পেন-ড্রাইভ বা মেমোরি কার্ড ঢোকানোর পর ফাংশান সুইচটা (ব্যান্ড সিলেকশন সুইচ, সামনের প্যানেলে স্পিকার ও ডায়াল স্কেলের মাঝে) একদম নিচে Music এ রাখতে হবে। সংক্রিয়ভাবে মিউজিক প্লেয়ার গান খুঁজে পাবে। গান শোনার জন্য প্লে বোতাম চাপতে হবে। মনে রাখা দরকার পেন-ড্রাইভ বা মেমোরি কার্ড একসঙ্গে লাগাবেন না।
এমার্জেন্সি লাইট
এই রেডিও’র সাথে যুক্ত আছে অতি উজ্জ্বল ৪ লেডের লেড লাইট, যা রাতে এমার্জেন্সি লাইট হিসাবে ব্যবহার করা যাবে। মিউজিক প্লেয়ার অংশের ডান দিকের বোতামটাই এই লাইটের অন/অফ সুইচ।
দাম কত
Sonnra SN-1315 এর দাম খুব কম। রেডিও বিক্রি হয় এমন দোকানে এটা সহজেই পাওয়া যাবে। তবে এলাকা ভেদে এর দাম বিভিন্ন হয়। এমনকি অন-লাইনের বিভিন্ন স্টলেও পাওয়া যাচ্ছে এই রেডিও। তবে দামের কম বেশী লক্ষ্য করা যায়। আমি এটা মাত্র ৬৫০ টাকায় সংগ্রহ করেছি।