Friday, May 25, 2018
Saturday, February 17, 2018
ওডিষা ভ্রমণ Chilika Lake
![]() |
Chilika Lake |
বিশ্ব বেতার দিবস ২০১৮ উদযাপনের জন্য এবার আমার ভ্রমণ ক্ষেত্র ছিল ওডিষা। এবারের পুরি যাওযার অন্যতম আর একটা উদ্দেশ্য ছিল ভারতের বৃহৎ হৃদ Chilika Lake দেখা। ঢাকা থেকে সপরিবারে ০৯ ফেব্রুয়ারি ২০১৮ কোলকাতা পৌচ্ছাই আর সেখান থেকে ১০ তারিখ ভোরে রওনা হয়ে বিকেল ৩টে নাগাদ পুরি। তৃতীয় দিন অর্থাৎ ১১ ফেব্রুয়ারি চলে গেলাম চিল্কা দর্শণ করতে।
Friday, February 16, 2018
RVA Bangla 15 February 2018
RVA Bangla 15 February 2018 প্রচারিত হলো কৃষি শক্তি কৃষিতি মুক্তি ১৪০তম পর্ব। এ
পর্বটি গ্রন্থনা ও পরিবেশনা করেছেন মেরিয়ারা গমেজ। রেডিও ভেরিতাস এশিয়ার সঞ্চয়ে
সাবলম্বন এর এ পর্ব নিয়েই এবারের আলোচনা।

Wednesday, February 14, 2018
স্মৃতির ক্যানভাসে Radio France International
Radio France International : ফারহা শারমীন প্রিয়া
Radio France International বা RFI
এর সাথে
আমার সখ্যতা
ও শ্রোতা
হিসেবে ডি-এক্স জগতে
পদচারণ এক
সাথে।
স্কুলের গন্ডি
পেরিয়ে সবে
রাজশাহী কলেজে
ভর্তি হয়েছি। নতুন
পরিবেশ, নতুন
বন্ধু, নতুনভাবে
নিজেকে চিনতে
শেখার সোনালী সময়। সেই
সময়ে এক
শীতের সকালে
বেতার যন্ত্রের
সাথে পরিচয়
করিয়ে দিয়েছিলেন
আমার সহপাঠি
সাবিনার ভাই।
Tuesday, January 30, 2018
Thursday, January 25, 2018
বেতার আজ শুধুই স্মৃতি
এমএ বারিক । বেতার আজ শুধুই স্মৃতি
আমি একজন ক্ষুদ্র বেতার শ্রোতা। যার
সূচনা হয়েছিল
যখন আমি
চতুর্থ শ্রেণিতে
পড়ি।
আমাদের বাড়িতে
তখন টিভি
ছিল না। বিনোদনের
একমাত্র মাধ্যম
হিসাবে ছিল
একটা ব্যাটারি
চালিত রেডিও। বাবা
সেই রেডিও
দিয়ে খবর
শোনে।
আমি সুযোগ
পেলেই মাঝেমধ্যে
গান শুনি।
গান
শুনতে আমার
খুব ভালো
লাগে।
কিন্ত মা
রেডিও বাজাতে
দেয় না,
ব্যাটারি শেষ
হয়ে যাবে
বলে।
বাবা যখন
রেডিও অন
করে খবর
শোনে আমি
তখন পাশে বসে থাকি।
এভাবে রেডিওতে
গান, খবর
ও অন্যান্য
অনুষ্ঠান শোনার
প্রতি আগ্রহ
আমাকে আন্তর্জাতিক
বেতার গুলোর
সাথে পরিচয়
করিয়ে দেয়।
Subscribe to:
Posts (Atom)
Readers' Choice
-
Radio Slovakia International invites you to participate in their monthly RSI July 2024 Quiz competition. This year, Slovakia is commemorat...
-
RK Super 9 Band Radio আজকের রেডিও RK Super 9 Band Radio , মডেল RK 9803 মূলত একটি মাল্টিব্যান্ড রেডিও রিসিভার। ছোট এবং বহণ উপযোগি এই রে...
-
Prepare to delve into the enduring history of the Radio Signal From BBC! For more than half a century, the BBC has stood as a steadfast and ...