RK Super 9 Band Radio |
আজকের রেডিও RK Super 9 Band Radio , মডেল RK 9803 মূলত একটি মাল্টিব্যান্ড রেডিও রিসিভার। ছোট এবং বহণ উপযোগি এই রেডিওটা আমি ২০১৮ সালের মে মাসে ককসবাজারে কিনেছিলাম। আসলে আমার প্রিয় KCHIBO KK393B রেডিওটা ভুলক্রমে ঢাকাতে রয়ে যাওয়ায় এটা কিনতে হয়েছিল। ‘এখনও মানুষ রেডিও কেনে’- দোকানদারদের এমন বক্রদৃষ্টির মাঝেও একটা দোকানে সৌভাগ্যবসত এই রেডিওটা পেয়ে যাই। খুব একটা পছন্দ না হলেও ১২০০ টাকা দিয়ে রেডিও ও আলাদা ২৫০ টাকা দিয়ে ব্যাটারি কিনেছিলাম। ব্যাটারি রেডিও’র সাথে থাকার কথা কিন্তু বিক্রেতা অতিরিক্ত মুনাফা করার জন্য আলাদা ভাবে বিক্রি করেছেন। আর করবেনই বা না কেন, কে কেনে এখন রেডিও! মন খারাপ হলেও ব্যবহার করতে গিয়ে মনটা আনন্দে ভরে গিয়েছিল। এ্যনালগ রিড-আউট রেডিও হলেও মিটারস্কেলটা এত সুন্দর টিউনিং করা যেমনা চাচ্ছিলাম তেমনই টিউন হচ্ছিল।