Radio France International : ফারহা শারমীন প্রিয়া
Radio France International বা RFI
এর সাথে
আমার সখ্যতা
ও শ্রোতা
হিসেবে ডি-এক্স জগতে
পদচারণ এক
সাথে।
স্কুলের গন্ডি
পেরিয়ে সবে
রাজশাহী কলেজে
ভর্তি হয়েছি। নতুন
পরিবেশ, নতুন
বন্ধু, নতুনভাবে
নিজেকে চিনতে
শেখার সোনালী সময়। সেই
সময়ে এক
শীতের সকালে
বেতার যন্ত্রের
সাথে পরিচয়
করিয়ে দিয়েছিলেন
আমার সহপাঠি
সাবিনার ভাই।