Monday, May 10, 2021

Tecsun DR-910 AM/FM shortwave radio

Tecsun DR-910 AM/FM shortwave radio

কাজের চাপে অনেক দিন হলো ডি-এক্সিং তেমন সময় দিতে পারিনি, পারিনি রেডিও রিভিউ দিতে। আমার সংগ্রহের প্রতিটা রেডিও রিভিউ করে বেতার প্রেমিদের রেডিও বিষয়ে একটা ছোট্ট ধারণা দেওয়ার প্রয়াস আমার এই বেতার রিভিউ। আজকে বেছে নিয়েছি আমার সংগ্রহের  Tecsun DR-910 AM/FM shortwave radio টা।  প্রথমেই বলি এই সাদা অতি হালকা ও Ultra-compact পকেট রেডিওটা দশ ব্যান্ডের, যার মাধ্যমে পৃথিবীর যে কোন প্রান্তের শর্টওয়েভ বেতার তরঙ্গ ধরা সম্ভব। অবশ্য এ জন্য বেশ কিছু শর্ত মানার দরকার হবে।

Tecsun DR-910 AM/FM shortwave radio

Tecsun DR-910 একটি ডিজিটাল ঘড়ি সহ একটি পোর্টেবল এএম/এফএম শর্টওয়েভ রেডিও। এটা চালানোর জন্য দু’টি এএ ব্যাটারি (পেনসিল) প্রয়োজন। এটি খুব হালকা এবং আকারে ছোট্ট  হওয়ায় ভ্রমণ উপযোগী রেডিও। এটিতে একটি ডিজিটাল ডিসপ্লে রয়েছে যা ঘড়ি এবং রেডিও ফ্রিকোয়েন্সি দেখায়।  এটি ব্যাকলাইট এবং অটো শাট ডাউন টাইমারের মতো দরকারী বৈশিষ্ট্য রয়েছে।

নাম ও মডেল

ব্র্যান্ড: Tecsun
মডেল: DR-910
ধরণ: Portable AM/FM shortwave radio
প্রথম মার্কেটে আসে: ১১ জুন ২০১৫
প্রস্তুতকারক : Tecsun, China


রেডিও-এর বিভিন্ন অংশ

পোর্টেবল রেডিও Tecsun DR-910 এর মোট ১১টি বোতাম/কন্ট্রোল নব আছে। সামনের অংশে রয়েছে নয়টি বোতাম যার মধ্যে শুধু একটি হলো ব্যান্ড নির্বাচন-এর জন্য আর বাকিগুলো , Time Set, Hour and Minute Set, Alarm Set, Sleep Timer Set এবং Alarm on/off কার জন্য। 

 

 

ডান পাশে রয়েছে পাওয়ার অন/অফ সুইচ ও ফ্রিকুয়েন্সি টিউনিং নব। বাম পাশে আছে ভলিউম কন্ট্রোল। পাওয়ার ইনপুট ও হেডফোন ইনপুট ও  রয়েছে বাম পাশে। উপরে টেলিস্কোপিক রড এন্টিনা। এটি ২০ ইঞ্চি পর্যন্ত লম্বা করা যাবে। বিল্ড-ইন স্পিকার থেকে পাওয়া যাবে উচ্চ শব্দমান। 

ফ্রিকুয়েন্সি কভারেজ

প্রথমেই বলেছি এটা দশ ব্যান্ডের রেডিও, এফএম ও এএম ছাড়া শর্টওয়েব ব্যান্ডেবে মোট আটটা স্তরে ভাগ করা আছে। নিচে বিস্তারিত তালিকা তুলে ধরা হলো-

Band

Frequency Range

FM

76-108 MHz

MW

525-1610 KHz

SW 1-8 (49-13 m)

5.95-21.85 MHz

SW1 <49 m>

5.95-6.20 MHz

SW2 <41 m>

7.10-7.30 MHz

SW3 <31 m>

9.50-9.90 MHz

SW4 <25 m>

11.65-12.05 MHz

SW5 <22 m>

13.60-13.80 MHz

SW6 <19 m>

15.10-15.60 MHz

SW7 <16 m>

17.55-17.90 MHz

SW8 <13 m>

21.45-21.85 MHz


সেনসিটিভিটি / সংবেদনশীলতা:

এফএম:        > ৫ মাইক্রোভোল্ট (μv)  
MW -            > ১ mV/m (mv/m)
শর্টওয়েভ      > ৫০ মাইক্রোভোল্ট (μv)


আকার ও ওজন

রেডিওটা বেশ ছোট তাই এর আকার ছোট এবং ওজনে হালকা। 
আকার:    ১১৮ x ২৯ x ৭৫ এমএম (৪.৬ x ১.০ x ৩.০ ইঞ্চি)   [দৈর্ঘ ,প্রস্থ  ও উচ্চতা]  
ওজন:      ৩৩০ গ্রাম (প্রায়)
তাপমাত্রা সহনশীলতা: -৫ ডিগ্রী থেকে ৪০ ডিগ্রী

 বিদ্যুৎ সরবরাহ:

আউটপুট পাওয়ার: > 150 mW 
পাওয়ার: 3 V (2 এএ ব্যাটারি) 
বাহ্যিক হেডসেটের জন্য জ্যাক ইনপুট: 8-32 ওহমস 

 

দাম কত ? কোথায় পাবো? 

আমি জনপ্রিয় একটা অনলাইন শপ এর বাংলাদেশ পোর্টাল থেকে এটা কিনেছি। দাম ৩,৭৫০ টাকা পড়েছে। অবশ্য পরে খোঁজাখুঁজি করে দেখেছিলাল দাম অনেক রকম আছে, $১৮ - $২২ এর মধ্যে। অবশ্য আমি ক্রেডিট কার্ডে কিনেছিলাম বলে ১০% রেয়াত পেয়েছি। 

সীমাবদ্ধতা

আকারে ছোট, ওজনে হালকা এবং সেনসিটিভিটি যথেষ্ট ভালো বলা হলেও এর কিছু সীমাবদ্ধতা আছে। যেমন, রেডিও শুনতে শুনতে আপনি সময় দেখতে পাবেন না। এজন্য আপনাকে রেডিও অফ করতে হবে। আর হ্যঁ, শর্টওয়েব সিগন্যাল রিসেপশন বেশ ভালো হলেও ( Grundig YB 400, Tecsun PL-600 এর সঙ্গে তুলনা করে), MW তে দূর্বল ফ্রিকুয়েন্সি ধরতে বেশ কষ্ট হবে। সবচেয়ে বড় সমস্যা রেডিও’র নবে সকল লেখা চায়না ভাষায়।

 
আরও রেডিও রিভিউ : আামার রিসিভার

Readers' Choice