বাংলাদেশই শুধু নয়, কোভিড পরিস্থিতি ২০২১ সালে ভয়ংকর অবস্থায় পৌচ্ছেছে। ভারতের অতিমারি প্রতিনিয়তই আতংকিত করে তুলছে বিশ্বকে। প্রতিবেশী হিসেবে আমরাও উৎকন্ঠায় দিন কাটাচ্ছি। মঙ্গোলিয়াও এর বাইরে নয়। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য Mongolia under Quarantine No new program from VOM ঘোষনা করেছে ভয়েস অফ মঙ্গোলিয়া।
Mongolia under Quarantine No new program from VOM ঘোষনা
দীর্ঘদিন নিয়ন্ত্রনে থাকলেও মঙ্গোলিয়াতে ফেব্রুয়ারির শেষ থেকে নতুন রোগীর সংখ্যা বাড়তে থাকে। এপ্রিল ২৫, ২০২১ এ এই সংখ্যা ২৫০০ পেরিয়ে যায়। মে মাসে রাজধানী উলানবাটারের অবস্থা খারাপের দিকে যেতে থাকায় সরকার Mongolia under Quarantine ঘোষনা করে। স্বভাবতই Voice of Mongolia হাটতে বাধ্য হয় No new program from VOM ব্যবস্থা গ্রহণ করতে। ১২ মে ২০২১, থেকে VOM কোন নতুন অনুষ্ঠান সম্প্রচার করছে না। এমনকি নিয়মিত সংবাদ ও নয়। পরিবর্তে প্রতিদিন প্রচারিত হচ্ছে পুরোনো দু’টো করে ফিচার অনুষ্ঠান।কবে নাগাদ এই অবস্থার পরিবর্তন হবে তা ঘোষনা করেনি Voice of Mongolia.
More News on Voice of Mongolia on VOM
আপডেট: মাত্র তিনদিন পর আবারও নতুন অনুষ্ঠান সম্প্রচার শুরু করে ভয়েস আফ মঙ্গোরিয়া।