Saturday, March 2, 2019

CRI 'চীনা ভাষার আকর্ষণ' সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

বাংলাদেশ - চীন রাজনৈতিকঅর্থনৈতিক  সাংস্কৃতিক সম্পর্ক দিন দিন বাড়ছে। চীনা ভাষা নিয়ে বাংলাদেশের মানুষের আগ্রহও বাড়ছে। এই প্রেক্ষাপটে সিআরআই এবং আমাদের সময় পত্রিকার যৌথ উদ্যোগে 'চীনা ভাষার আকর্ষণ' শীর্ষক সাধারণ জ্ঞান প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।


চীনা ভাষার আকর্ষণশীর্ষক জ্ঞান-যাচাই-প্রতিযোগিতার প্রশ্নমালা

চীনের কতটি বিশ্ববিদ্যালয় সরকারি বৃত্তি প্রকল্পের সঙ্গে জড়িত
১৫০                       ২৭৯                        ৩৫০

চীনের সরকারি বৃত্তি পেলে স্নাতক শিক্ষার্থীরা কোন ভাষায় লেখাপড়া করেন
চীনা                       ইংরেজি                  বাংলা

. 'চীনা ভাষার সেতুশীর্ষক ধারাবাহিক প্রতিযোগিতা কোন সাল থেকে শুরু হয়েছে
২০০২ সাল            ২০০৫ সাল             ২০১৫ সাল

চীনের কোন সংস্থা 'চীনা ভাষার সেতুপ্রতিযোগিতার আয়োজন করে
কনফুসিয়াস ইন্সটিটিউটের সদর দপ্তর    শিক্ষা মন্ত্রণালয়      চীনা দূতাবাস

. 'চীনা ভাষার মান পরীক্ষাএর সংক্ষিপ্ত নাম কি
. HSK                       . HSKK                    . BCT

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং  বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কনফুসিয়াস ইন্সটিটিউটের কোন শাখা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউট    
নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউট                      
সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম

নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউট কত সালে প্রতিষ্ঠিত হয়
২০০৬ সাল            ২০০৯ সাল             ২০১০ সাল


নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউট চীনা ভাষাসংশ্লিষ্ট কোন প্রতিযোগিতায় একাধিকবার ভালো ফলাফল অর্জন করেছে

চীনা ভাষা সেতু   চাইনিজ ডে            চীনা সাংস্কৃতিক মাস

সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের ঠিকানাটা কোনটি
হাউস ৮২রোড ১৫সেক্টর ১১উত্তরা    হাউস ১৫রোড ৮২সেক্টর ১১উত্তরা 
হাউস ৮২রোড ১৫সেক্টর ২২উত্তরা

১০চলতি বছর সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের কতজন শিক্ষার্থী বৃত্তি পেয়ে চীনের বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে যাবে
১০                          ১৪                           

১১উচ্চশিক্ষা গ্রহণের জন্য চীনে যেতে হলে কী ধরনের প্রস্তুতি প্রয়োজন বলে আপনি মনে করেন?

১০টি প্রশ্নের উত্তর টিক চিহ্নের মাধ্যমে এবং ১১তম প্রশ্নটির উত্তর লিখে পাঠাতে হবে। 
উত্তর পাঠানোর শেষ তারিখ ৩১ অগাস্ট ২০১৮। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ীদের বেছে নেওয়া হবে। প্রতিযোগিতার বিষয়ে চীন আন্তর্জাতিক বেতার  আমাদের সময় কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। উত্তর পাঠাবেন এই ইমেইলেben@cri.com.cnইমেইলের বিষয় লিখবেন "china quiz. চীনা ভাষার আকর্ষণজ্ঞান-যাচাই-প্রতিযোগিতার প্রশ্নমালা।"

মার্চ  ২০১৯ আপডেট:
এই প্রতিযোগিতায় আমি বিজয়ী হয়েছিলাম। উপহার আনতে ঢাকা যাওয়ার আমন্ত্রণও পেয়েছিলাম। পেশাগত কারনে যেতে পারিনি। আয়োজকরাও আর যোগাযোগ করেননি।
To know more about Dxing and Radio Quiz Visit My Web EQBAL.info

Readers' Choice