Thursday, April 14, 2005

আশিকের ন’কবিতা- ১১: উৎসর্গ তোমাতেই প্রিয়তমা

উৎসর্গ তোমাতেই প্রিয়তমা

২০০৫ সালের ০১ এপ্রিল, মনের ভেতর একটা চাপা কষ্ট থেকেই লিখে ফেলা, উৎসর্গ তোমাতেই প্রিয়তমা শিরোনমের এই ন’কবিতা। ছন্দমাত্রার জ্ঞান না থাকা বা কবিতার নিয়মকানুনের তোয়াক্কা না করে বালখিল্য আচরণের মতো যা মনে আসে তাই লিখে ফেলা। তবে হৃদয়ে যে সুর-মূচ্ছর্ণার জন্ম হয়েছিল, তা দিয়ে সাদা কাগজকে কালো কালিতে কলঙ্কিত করার ধৃষ্টতা ক্ষমার যোগ্য হবে নিশ্চয়ই। এটা এখনও প্রসঙ্গিক বিধায় ডায়রির পাতা থেকে ওয়েবের রাজ্যে নিয়ে এলাম।

ভালো কথা, এখানে কেউ যেন আবার বাস্তব-অবাস্তব-পরবাস্তব কোন কিছুর সাথেই এই ন’কবিতার মিল খুঁজতে যাবেননা। এটা শুধুই  কল্পনা মাত্র।

Readers' Choice