DW Urdu Service 56 Years |
ডয়েচে ভেলে জার্মান বেতার তরঙ্গ ঊর্দ্দূ বিভাগ এবছর পালন করছে ৫৬তম সম্প্রচার বর্ষ। সারা বিশ্বের ঊর্দ্দূভাষী শ্রোতাদের জন্য ১৯৬৪ সালের ১৪ই আগস্ট ঈথারে আত্মপ্রকাশ করে DW Urdu Service। আগামী ১৪ই আগস্ট ২০২০ DW Urdu Service 56 Years উৎসবে মেতে উঠছে।