Pirate Radio QSL Radio Sylvia of Ashik Eqbal Tokon |
রেডিও সিলভিয়া থেকে আজ কিছুক্ষণ আগে একটা ইমেইল পেলাম। সংযুক্ত ছিল Pirate Radio QSL Radio Sylvia থেকে। যদিও পাইরেট রেডিও থেকে এটা আমার দ্বিতীয় সাফল্য (মাত্র) তবে ইস্যুকৃত কার্ড হিসেবে এটা প্রথম। পাইরেট রেডিও থেকে প্রথম সারা পাই Texas Radio Shortwave থেকে।