Rolton T50 MKII |
Rolton T50 MKII মূলত একটি ছোট্ট রেডিও। Rolton T50‘র অন্য মডেলের থেকে এর সামান্য পার্থক্য রয়েছে। গত বছরের নভেম্বরে এই মডেলের দু’টো রেডিও আমার সংগ্রহে আসে। নানা ব্যস্ততায় সে গুলো ব্যবহার করা হয়নি। এই একমাস লক্ডাউন থাকায়, রেডিও’র সাথে আবারও মিতালি শুরু হওয়ায় চালু করা সম্ভব হলে এই মডেলের দু’টো রেডিওই।