How to Tune BBC Bangla in Bangladesh (Picure from BBCWebsite) |
বাংলাদেশ তথা বিশ্বের অন্যতম জনপ্রিয় বেতার কেন্দ্র বিবিসি, এ নিয়ে মত পর্থক্য নেই। স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশে বিবিসির প্রভাব ছিল অসীম। কালের পরিক্রমায় সেখানে ভাটা পড়লেও বিবিসি এখনও জনপ্রিয় েএকটি সংবাদ মাধ্যম। সংবাদ মাধ্যম বললাম এ কারনে যে, বিবিসি এখন শুধু রেডিও নয়, টিভি, ইন্টারনেট, এ্যপ বেইজ পডকাস্ট অর্থাৎ সব ধরণের প্লাটফর্ম এ উপস্থিত এই বিবিসি। আর এই বিবিসিতে বাংলা ভাষার যাত্রা শুরু ১৯৪২ সালের ১১ অক্টোবর। অবশ্য বিবিসি’র জন্ম ১৯২২ সালের ১৮ই অক্টোবর। বাংলাদেশে এই জনপ্রিয় মাধ্যমটি কিভাবে শুনবেন/দেখবেন তার খুঁটিনাটি নিয়েই আজকের লেখা।