এমএ বারিক । বেতার আজ শুধুই স্মৃতি
আমি একজন ক্ষুদ্র বেতার শ্রোতা। যার
সূচনা হয়েছিল
যখন আমি
চতুর্থ শ্রেণিতে
পড়ি।
আমাদের বাড়িতে
তখন টিভি
ছিল না। বিনোদনের
একমাত্র মাধ্যম
হিসাবে ছিল
একটা ব্যাটারি
চালিত রেডিও। বাবা
সেই রেডিও
দিয়ে খবর
শোনে।
আমি সুযোগ
পেলেই মাঝেমধ্যে
গান শুনি।
গান
শুনতে আমার
খুব ভালো
লাগে।
কিন্ত মা
রেডিও বাজাতে
দেয় না,
ব্যাটারি শেষ
হয়ে যাবে
বলে।
বাবা যখন
রেডিও অন
করে খবর
শোনে আমি
তখন পাশে বসে থাকি।
এভাবে রেডিওতে
গান, খবর
ও অন্যান্য
অনুষ্ঠান শোনার
প্রতি আগ্রহ
আমাকে আন্তর্জাতিক
বেতার গুলোর
সাথে পরিচয়
করিয়ে দেয়।