RVA এর মধূর বাধনে আবদ্ধ আমরা। ডাক পেলেই ছুটে যাই এপার বাংলা ও ওপার বাংলার যে কোন প্রান্তে। আজকের এ লেখা এমনই একটা ঘটনাকে স্মরণ করা।
ঈদের
ছুটিতে হঠাৎ করে মনে হলো আমার ছবির এ্যলবামটা খুঁজে বের করি। যেমন ভাবা তেমন কাজ।
ঘন্টা খানেক খোঁজাখুজির পর মেজাজটা যখন খারাপ হওয়ার দশা ঠিক তখনি পেলাম
এ্যলবামগুলো। পেয়েতো মাথায় হাত। ছবি গুলো সব নষ্ট হতে বসেছে। আটটা এ্যলবামের প্রায়
সবগুলো ছবির একই অবস্থা। ছবি গুলোর একটা গতি করার দরকার। স্ক্যানারটা খুঁজে বের
করে ঘন্টা চারেক সময় গেল ডিজিটাল করার পেছনে।