একটা তিল । স্রেফ ছোট্ট একটা তিল - সত্যি বলতে কি এটা নিছক একটা পাগলামি। অনেকটা ইনিয়ে বিনিয়ে গল্প বলার মতো যার শেষটায় আসলে তেমন কিচ্ছু থাকে না। মন ভালো হোক বা খারাপ, মানু্ষের আদিম প্রবৃত্তি তাকে তাড়া করে ফিরবেই, এটাও তেমন এক গল্পকথা।
ওহ. . একটা কথা বলতে ভুলে গেছি। এটা সম্পূর্ণ কল্পনা-প্রসুত এক মুষিক শাবক মাত্র। ইহজাগতিক বা পরলৌকিক কোন ব্যক্তি বা ভাস্কর্যের সাথে কোন মিল নেই। অনুগ্রহ করে কেউ সেই চেষ্টা করবেনও না। করলে তার দায়ভার আপনাকেই বহন করতে হবে।
একটা তিল । স্রেফ ছোট্ট একটা তিল
কেবল অবস্থানের কারনেইকেমন মোহনীয় হয়ে উঠলো।
তেমনতো নয়, স্রেফছোট্ট একটা তিলতাতেই উন্মত্ত আমি মূহুর্তেইরোমাঞ্চিত হয়ে উঠি।তীর্থের কাকের মতই সময়গুনিকখন ঐ ছোট্ট তিলেআবার এঁকে দেব চুম্বন রেখা।
নেহাত একটা তিলক্ষনিকেই পাগল করেপতঙ্গের মত ছুটে যাইসহস্র চুম্বনে শিক্ত করেও
তৃপ্তী মেটে না।
তেমনতো কিছু নয়, স্রেফছোট্ট একটা তিল, কেবল
তোমার স্তনবৃন্তে অবস্থানেরকারনেই আর ছোট্ট রইলো না।
আশিক ইকবাল টোকন । রাজশাহী
০৭ মে ২০০৬
আরও লেখা: আশিকের খেরোপাতা | ন’কবিতা