Saturday, January 26, 2019

রেডিও তেহরান ও আমি


মুহাম্মদ নাজিমুদ্দিন | রেডিও তেহরান ও আমি 


সেই কবেকার কথা; প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে মাধ্যমিক বিদ্যালয়ে পড়ছি। শৈশবের সেই দিনগুলোতে বাড়িতে বাবার সঙ্গে রেডিও তেহরানের বাংলা খবর শুনতাম। সবার সঙ্গে রেডিও শোনা মানেই ছিল খবর নাটক শোনা। তখন ইরান ইরাকের যুদ্ধ চলছে। যুদ্ধের খবর একটু একটু করে বিশ্ব সম্বন্ধে জানার সেই শুরু। এভাবেই মনের অজান্তে ইরানের প্রতি কৌতুহল বাড়ে। আর এই কৌতুহল- আকৃষ্ট করে রেডিও তেহরানকে।

ক্রমেই ইরানের ইসলামি বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেনী (রহ.)-এর জীবন, ব্যক্তিত্ব, নেতৃত্ব, জ্ঞান, প্রজ্ঞা দূরদর্শিতা আমাকে মুগ্ধ-আকৃষ্ট করে তোলে। এরই ফলশ্রুতিতে রেডিও তেহরানের গুণমুগ্ধ শ্রোতায় পরিণত হই।

Saturday, January 12, 2019

বেতার বন্ধুত্ব ও ভ্রমণ

আব্দুল কুদ্দুস মাস্টারঃ বেতার বন্ধুত্ব ও ভ্রমণ

সূচনা 

বেতার বন্ধুদের একে অপরের সঙ্গে সাক্ষাৎ মানেই বেতার বা ডি-এক্সিং সম্পর্কে আলোচনা। এবং এটাই স্বাভাবিক। সত্যিকারে যারা জীবনকে সমৃদ্ধ করার লক্ষ্যে কিছু অর্জনের জন্য, সমাজ দেশের স্বার্থে কিছু করার প্রত্যয়ে ডি-এক্সিং তথা বেতারে নিজকে সম্পৃক্ত রাখে তাদের হৃদয়টা হয় উদার   মানসিকতায় পরিপূর্ণ। বেতার বন্ধুত্ব যে কত দৃঢ় ঘনিষ্ঠ হতে পারে তা কেবল সংশ্লিষ্টরাই অনুভব করতে পারেন। কৌতুহল বশতঃ বিগত ২০০০ সালে এবং ২০১৫ সালে মোট দু'বার ভারত ভ্রমণে গিয়েছিলাম।

Readers' Choice