Chilika Lake |
বিশ্ব বেতার দিবস ২০১৮ উদযাপনের জন্য এবার আমার ভ্রমণ ক্ষেত্র ছিল ওডিষা। এবারের পুরি যাওযার অন্যতম আর একটা উদ্দেশ্য ছিল ভারতের বৃহৎ হৃদ Chilika Lake দেখা। ঢাকা থেকে সপরিবারে ০৯ ফেব্রুয়ারি ২০১৮ কোলকাতা পৌচ্ছাই আর সেখান থেকে ১০ তারিখ ভোরে রওনা হয়ে বিকেল ৩টে নাগাদ পুরি। তৃতীয় দিন অর্থাৎ ১১ ফেব্রুয়ারি চলে গেলাম চিল্কা দর্শণ করতে।